Arijit

‘বিশ্বকাপের দল নির্বাচনে আমার ও বিরাটের কোন কথায় শোনা হয়নি’, বিস্ফোরক রবি শাস্ত্রী

ভারতের বিশ্বকাপ অভিযান অনেক আগেই শেষ হয়েছে। পরপর ম্যাচ হেরে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এটাই টিটোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। নিজের দেশের এমন হতাশাজনক পারফরম্যান্স দেখে মন ভেঙে গিয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের।

   

ভারতের হারের পর বারবার প্রশ্ন উঠেছে টিম নির্বাচন নিয়ে। জাতীয় দলের নির্বাচকদের পাশাপাশি টিম নির্বাচন নিয়ে বারবার দোষী করা হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রীকে।

এবার টিম নির্বাচন নিয়ে মুখ খুললেন বিদায়ী কোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী জানিয়েছেন, “টিটোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচনে আমাদের কোন হাত ছিল না। দল নির্বাচন নিয়ে আমার এবং কোহলির কোন কথায় শোনা হয় নি। কোহলি চেয়েছিল বিশ্বকাপে শিখর ধাওয়ান এবং জুজবেন্দ্র চাহালকে দলে নিতে কিন্তু নির্বাচকরা রাজি হয় নি। 15 জনের টিম নির্বাচনে আমাদের কোন কথাই শোনা হয় নি।”