Arijit

যুবির এবং নিজের ছয় ছক্কার থেকেও বুমরার ৩৫ রান এগিয়ে রাখলেন শাস্ত্রী

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পুনরায়োজিত পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে হঠাৎই করোনা আক্রান্ত হয়ে এই ম্যাচ থেকে ছিটকে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা ছিটকে যাওয়ায় এই টেস্টে ভারতের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় বুমরাহের কাঁধে। হঠাৎ করে অধিনায়কত্ব এসে গিয়েছিল বুমরাহের কাছে।

   

হঠাৎ করে অধিনায়কত্ব এর দায়িত্ব চলে আসায় অনেকেই ভেবেছিলেন বুমরা হয়তো চাপে পড়ে যাবে। চাপে তো পড়েনইনি, উল্টে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনেই বিশ্বরেকর্ডের মালিক হয়ে গেলেন যশপ্রীত। তবে বোলার হিসাবে নয়, ব্যাটার হিসাবে।

ব্যাট হাতে স্টুয়ার্ট ব্রডকে পিটিয়ে এক ওভারে নিলেন ৩৫ রান করলেন বুমরাহ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেই রেকর্ড বুমরার আগে কেউ করতে পারেননি। এর আগে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের দুজন ব্যাটসম্যান যুবরাজ সিং এবং রবি শাস্ত্রী দুজনের এক ওভারে ৩৬ রান করে করেছিলেন। তবে যুবি এবং নিজের ইনিংসের থেকে বুমরার এই ইনিংসকেই উপরে রেখেছেন শাস্ত্রী, যেহেতু এক জন বোলারের থেকে এই ইনিংস পাওয়া গিয়েছে। তাই শাস্ত্রী চোখে বুমরার এই ইনিংসই সবার উপরে থাকবে।