Arijit

এশিয়া কাপের আগে বিরাট কোহলিকে নিয়ে বড় বয়ান দিলেন শাস্ত্রী-আক্রম

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দু বছরের অপেক্ষার পর অবশেষে এই বছর সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। শনিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ২৮ তারিখ মুখোমুখি ভারত-পাকিস্তান।

   

এই ম্যাচের আগে বিরাট কোহলি কে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ দীর্ঘ দিন অফ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আর সেই কারণে বিরাট কোহলিকে বেশ কয়েকদিন বিশ্রাম দিয়েছিল বিসিসিআই। বিশ্রাম থেকে ফিরে একেবারে এশিয়া কাপের মঞ্চেই নামবেন বিরাট কোহলি।

এইদিন বিরাট কোহলি প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, আমার সঙ্গে বিরাটের কথা হয়নি। কিন্তু জানি, বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে মাঠে ফিরতে তৈরি ও। প্রথম ম্যাচে হাফসঞ্চুরি পুরো ছবিটা বদলে দিতে পারে। সবার মুখ বন্ধ করে দেবে। বিরাটকে শান্ত মনে খেলতে হবে। ও নিঃসন্দেহে সেরা ফর্মে ফিরবে। বলে দিচ্ছি, বিরাট কিন্তু ক্ষুধার্ত।
এছাড়াও ওয়াসিম আক্রম বলেন, ‘ফর্ম সাময়িক, কিন্তু জাতটা চিরকালীন। আমি নিশ্চিত ও ফিরে আসবে।’