Arijit

কোচ হিসেবে কে সেরা? শাস্ত্রী নাকি দ্রাবিড়? জানালেন ধাওয়ান

রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় জাতীয় দলে বেশির ভাগ সময় খেলেছেন শিখর ধাওয়ান। তবে এই মুহূর্তে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরে রয়েছেন ধাওয়ান। আজ ভারত অধিনায়ক হিসেবে হেডকোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ নিয়েই শ্রীলংকার বিরুদ্ধে নামতে চলেছেন এই বাঁহাতি ওপেনার। দুজনের কোচিংয়ের অভিজ্ঞতায় একেবারে সামনে থেকে হয়েছে ধাওয়ানের। এক্ষেত্রে কোচ হিসেবে কাকে এগিয়ে রাখবেন ধাওয়ান?

   

আজ এক দিকে যখন বিরাট কোহলির টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে ব্যস্ত অপরদিকে ধাওয়ানের নেতৃত্বে আরেক ভারতীয় দল শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামতে চলেছে।

তাই আজকের দিন ভারতীয় ক্রিকেটের কাছে এক ঐতিহাসিক দিন। কারণ একই সঙ্গে দুটি ভারতীয় দল দুটি আলাদা দেশের বিরুদ্ধে খেলতে নামছে।

রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড় দুই কোচিংয়ের তত্ত্বাবোধনেই খেলার অভিজ্ঞতা হয়েছে শিখর ধাওয়ানের। কিন্তু দুজনের মধ্যে সেরা কে? এই প্রশ্নের জবাবে শিখর ধাওয়ান জানান, ” দুজনেরই নিজস্ব কিছু গুণ রয়েছে। দুজনেই খুব ইতিবাচক মানুষ। রবি ভাইয়ের প্রাণশক্তি একটু বেশি শক্তিশালী। তবে রাহুল ভাইও শক্তিশালী কিন্তু তিনি একটু শান্ত ও সংযত।”