RBI

anita

RBI: নিয়ম না মানলেই কড়া হচ্ছে RBI! এবার শাস্তির মুখে LIC হাউজিং ফাইন্যান্স সহ এই জনপ্রিয় ব্যাঙ্ক

নিউজ শর্ট ডেস্ক: মানুষের কষ্টের উপার্জনের টাকা যাতে নিরাপদ এবং সুরক্ষিত থাকে তার জন্যই  মানুষ ব্যাংকের (Bank) মতো বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান গুলিতেই নিজেদের জমানো টাকা গচ্ছিত রেখে থাকেন। আর মানুষের এই কষ্টের উপার্জনের টাকা যাতে কোনো ভাবে নয় ছয় না হয় তার জন্যই সারাক্ষণ এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)।

   

আর এই নজরদারি চলাকালীন যদি কোনরকম ভুলত্রুটি তাদের নজরে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিচ্ছে RBI। ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে ইতিমধ্যে আরবিআই-এর নিয়ম অমান্য করার জন্য ফল ভুগছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান।

কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অমান্য করার জন্য পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে
শুধু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্সই নয়, পাশাপাশি বন্ধন ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়াকে জরিমানা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এবার একইভাবে আরবিআই-এর জরিমানার মুখে আরও একটি ব্যাংক।

আরবিআই,RBI,রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Reserve Bank Of India,এলআইসি হাউজিং ফাইন্যান্স,LIC Housing Finance,আইডিএফডিসি ফার্স্ট ব্যাঙ্ক,IDFC First Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফে এবার IDFC First Bank-কে জরিমানা করা হয়েছে। এই ব্যাংকের সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে ঋণগ্রহীতাদের কাছে। অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ছাড়াও আর্থিক জরিমানার মুখে পড়েছে LIC হাউজিং ফাইন্যান্স (LIC Housing Finance)

আরও পড়ুন: সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছাড়ুন! LIC-র এই পলিসিতে ২,২৫০ টাকা রাখলে মিলবে ১৪ লক্ষ টাকা

এই দুই আর্থিক প্রতিষ্ঠানের উপর জরিমানা আরোপ করে একটি বিজ্ঞপ্তিতে RBI জানিয়েছে, লোন সংক্রান্ত নির্দেশ অমান্য করার জন্যই আর্থিক জরিমানার মুখোমুখি হয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক এই আর্থিক প্রতিষ্ঠানের উপর এক কোটি টাকার জরিমানা আরোপ করেছে।

আরবিআই,RBI,রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Reserve Bank Of India,এলআইসি হাউজিং ফাইন্যান্স,LIC Housing Finance,আইডিএফডিসি ফার্স্ট ব্যাঙ্ক,IDFC First Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali
অন্যদিকে LIC হাউজিং ফাইন্যান্স নিয়ম অমান্য করায়  তাদের ওপর ৪৯.৭০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এলআইসি হাউজিং ফাইন্যান্স ছাড়াও আরও একাধিক আর্থিক প্রতিষ্ঠানের উপরও জরিমানা আরোপ করেছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক।