একাধিক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করছে RBI! ফেরাচ্ছে না জমানো টাকাও, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

RBI Closing Bank Accounts

একাধিক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করছে RBI! ফেরাচ্ছে না জমানো টাকাও, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: গ্রাহকদের মুখের দিকে আর তাকাতে নারাজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চুপচাপ বন্ধ করে দিল একের পর এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট (RBI Closing Bank Accounts)। হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাঙ্কের এমন কঠোর পদক্ষেপে চিন্তার পাহাড় নেমে পড়েছে গ্রাহকদের মাথায়। কী হল হঠাৎ? ভেবে কুলকিনারা পাচ্ছেন না অনেকেই। চলুন আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই।

জানা গিয়েছে, এবার এইভাবেই বহু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে ব্যাঙ্ক। টাকা নিয়ে বড় সিদ্ধান্তের পিছনে কারণ এখন একটাই। আর তা হল জালিয়াতি, সাইবার ক্রাইম। শুধুমাত্র জালিয়াতি বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার। যার দরুণ অনায়াসেই বন্ধ করে দেওয়া হতে পারে বহু সাধারণ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টও? এই প্রকোপের হাত থেকে নিজের পিঠ বাঁচাবেন কীভাবে?

আরও পড়ুন: আগের মত যখন তখন করা যাবে না UPI! বদলে যাবে লেনদেনের পদ্ধতি! সিদ্ধান্ত নিল RBI

কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে?

যে সমস্ত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু নির্দিষ্ট তথ্যের অভাব থাকবে বিদ্যমান। তাঁরাই পড়বেন ফ্যাসাদে। চলুন জেনে নিই কোন কোন গ্রাহকের গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

  1. প্যানের সমস্ত তথ্য যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে।
  2. ভোটার কার্ডের নম্বর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে।

কীভাবে এই বিপদ থেকে নিজের পিঠ বাঁচাবেন?

  1. আগেভাগে নিজের ব্যাঙ্কে গিয়ে দ্রুত KYC আপডেট করে ফেলুন।
  2. যত তাড়াতড়ি সম্ভব ফর্ম ১৬ জমা দিয়ে দিতে হবে।
  3. অ্যাকাউন্টে ভুয়ো লেনদেন যাতে না হয়, সেইদিকে নজর রাখুন।

সাধারণত, বেশিরভাগ সময় সাধারণ মানুষের দোষ ছাড়াই অনিয়মিত লেনদেন হয়ে যায়। জালিয়াতি হয়। ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষই। এমন পরিস্থিতি ঠেকাতে তাই এবার ব্যাঙ্কিং সুবিধার সঙ্গে এআই যোগ হতে পারে বলে খবর। এর মাধ্যমে সাইবার ক্রাইম ঠেকানো গেলেও যেতে পারে।

সঙ্গে থাকুন ➥