পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সরকারি চাকরি পাওয়ার আশা কমবেশি সকলেরই থাকে। কারণ এক্ষেত্রে যেমন ভালো মাইনে ও সম্মান পাওয়া যায় তেমনি অবসরের পর প্রতি মাসে মোটা টাকা পেনশন পাওয়া যায়। আর এবার পেনশন প্রাপকদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। যার দরুন আরও বেশি সুবিধা পাবেন পেনশনভোগীরা। কি সুবিধা মিলবে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সমস্ত ব্যাঙ্কের উদ্দেশ্যে নির্দেশ জারি করল আরবিআই
সরকারের তরফ থেকে টেনশনভোগীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে যদি কোন কারণে পেনশনভোগীদের টাকা দিতে দেরি হয় সেক্ষেত্রে ৮% হারে সুদ প্রদান করতে হবে ব্যাঙ্ককে। এর জন্য কি আলাদা করে আবেদন করতে হবে? চলুন দেখে নেওয়া যাক কি বলছে RBI এর জারি করা সার্কুলার।
৮% হরে মিলবে ক্ষতিপূরণ
RBI এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পেনশন গ্রাহকদের ব্যাঙ্কের তরফ থেকে যদি পেনশন বা পেনশনের বকেয়া দিতে দেরি করা হয় সেক্ষেত্রে ৮% হারে ক্ষতিপূরণ দিতে হবে ব্যাঙ্ককেই। শুধু তাই নয়, এই ক্ষতিপূরণের জন্য আলাদা করে কোন আবেদন করার প্রয়োজন পড়বে না পেনশন প্রাপকদের। স্বয়ংক্রিয়ভাবেই ৮% হারে সুদ প্রদান করতে হবে ব্যাঙ্ককে। ১লা অক্টোবর ২০০৮ থেকে এই নিয়ম লাগু হচ্ছে। তাই এই সময়ের পরে যতজনের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে দেরি হয়েছে প্রত্যেকেই ৮% হারে ক্ষতিপূরণ পাবার জন্য যোগ্য।
সুপার সিনিয়ার সিটিজেনদের জন্য বিশেষ ঘোষণা
আসলে অবসরের পর পেনশন পাওয়ার ক্ষেত্রে যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সার্কুলারে বিশেষ ভাবে বলা হয়েছে যে সমস্ত পেনশনভোগীদের বয়স অনেকটাই বেশি যেমন ৭০ বা ৮০ ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে সহানুভূতিপূর্বক আচরণ করতে হবে এবং তাদের প্রতি বেশি গুরুত্ব সহকারে দ্রুত কাজ মেটানোর চেষ্টা করতে হবে। এমন একটা ঘোষণা আসার পর স্বাভাবিকভাবেই খুশি দেশের সমস্ত ষাট ঊর্ধ্ব পেনশন প্রাপকেরা।