২১ হাজার কোটি টাকার আর্থিক সহায়তার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই অর্থের বেশিরভাগটাই চলে যাচ্ছে ঋণ দেওয়ার কাজে। যার ফলে বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার মতো অর্থ নেই রিজার্ভ ব্যাংকের হাতে। এই অবস্থায় আরও আর্থিক সহায়তার জন্য কেন্দ্রকে আর্জি জানাল ব্যাংক। বিশেষজ্ঞদের একাংশের অনুমান আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি হবে জিডিপি-র ৭.২ শতাংশ।