আগের মত যখন তখন করা যাবে না UPI! বদলে যাবে লেনদেনের পদ্ধতি! সিদ্ধান্ত নিল RBI

RBI On UPI Rules

আগের মত যখন তখন করা যাবে না UPI! বদলে যাবে লেনদেনের পদ্ধতি! সিদ্ধান্ত নিল RBI

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এপ্রিল মাসের মুদ্রা নীতি বৈঠকে কিছু বড় ঘোষণা করা হয়েছে (RBI On UPI Rules)। আর্থিক চাহিদার ভিত্তিতে ব্যক্তি থেকে ব্যবসায়ীর কাছে UPI পেমেন্টের লেনদেনের সীমা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য RBI ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) কে অনুমতি দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত রিজার্ভ ব্যাঙ্কের এমপিসি সভার পর, আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন।

আরও তথ্যের জন্য, আমরা জানিয়ে রাখি যে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে এখন ব্যবসায়ী-থেকে-ব্যবসায়ী এবং ব্যক্তি থেকে ব্যবসায়ীর সীমা নির্ধারণের অধিকার এনপিসিআইকে দেওয়া যেতে পারে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তিনি বলেন, বর্তমানে এই ব্যক্তি থেকে ব্যবসায়ীর সীমা ২ লক্ষ টাকা, তবে ভবিষ্যতে এটি পরিবর্তন করা হতে পারে। এ বিষয়ে মালহোত্রা বলেন, ব্যক্তি থেকে ব্যক্তি UPI লেনদেনের সীমা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত হবে, এতে কোনও ধরণের পরিবর্তন করা হবে না। পেমেন্ট সিস্টেম অপারেটররা ব্যাঙ্ক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কথা বলার পরেই সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: গাড়ি-বাড়ি-পার্সোনাল, নামমাত্র সুদে পেয়ে যাবেন যে কোনও লোন! সুখবর দিল RBI

লাফিয়ে বাড়ছে UPI Payment

মার্চ মাসে UPI লেনদেন ১৩.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮.৩ বিলিয়ন হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে ছিল ১৬.১১ বিলিয়ন টাকা। অর্থাৎ গড়ে, প্রতিদিন UPI নেটওয়ার্কের মাধ্যমে ৫৯ কোটিরও বেশি লেনদেন হচ্ছে বলে জানা গিয়েছে। আরও একটি রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে UPI লেনদেন ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মোট ৯৩.২৩ বিলিয়ন লেনদেনে ঠেলে দিয়েছে।

রেপো রেট কমিয়েছে

এই বিষয়ে, আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন যে এমপিসি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কর্তনের পর, রেপো রেট এখন ৬.২৫ শতাংশ থেকে কমে ৬ শতাংশে নেমে এসেছে। এর আগেও, আরবিআই আগের বৈঠকে রেপো রেট কমিয়েছিল, এক অর্থে, দ্বিতীয়বারের মতো এই হার কমানো হয়েছে। গৃহঋণ সহ অনেক ধরণের ঋণের সুদের হারে স্বস্তি প্রদান করতে পারে এটি। এদিন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান যে ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, খুচরা মুদ্রাস্ফীতির হার সিপিআই প্রায় ৪ শতাংশ থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥