শ্রী ভট্টাচার্য, কলকাতা: রেপো রেট কমিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। রেপো রেট ২৫ বিপিএস কমিয়ে ৬% করেছে আরবিআই। এবার থেকে বাড়ির লোন নেওয়া, গাড়ির লোন নেওয়া ও পার্সোনাল লোন নেওয়াও সস্তা হতে পারে। কাঁড়ি কাঁড়ি টাকা হয়ত সুদ গুণতে হবে না আর।
৯ এপ্রিল মুদ্রা নীতি কমিটি/ Monetary Policy Committee (এমপিসি) তাদের নীতি পর্যালোচনায় রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) কমিয়ে ৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই রেপো রেট হ্রাসের সাথে সাথে, আগামী দিনে লোন নিলে সুদের হার কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কপাল খুলে গেল সরকারি কর্মীদের, পেনশনভোগীদের ৮% সুদ দেবে ব্যাঙ্ক! জারি হল সার্কুলার
জানা গিয়েছে, এমপিসি ২০২৫-২৬ সালে জিডিপি প্রবৃদ্ধির হার পূর্বের আনুমানিক ৬.৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এমপিসি জানিয়েছে যে রিটেইল মুদ্রাস্ফীতি ২০২৫-২৬ সালে ৪ শতাংশে থাকবে বলে আশা করা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পারস্পরিক শুল্ক ঘোষণার পর বিশ্ববাজারে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে ছয় সদস্যের এমপিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
২০২৬ অর্থবর্ষের শুরুটা বেশ উদ্বেগজনক
মুদ্রাস্ফীতি, বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কার মধ্যে এই হার হ্রাস করা হয়েছে বলে খবর। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে, “বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দ্রুত পরিবর্তিত হচ্ছে। অর্থবছর ২৬ উদ্বেগের সাথে শুরু হয়েছে।”
টানা দ্বিতীয়বারের মতো রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল
মুদ্রাস্ফীতি হ্রাসের পর, আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি টানা দ্বিতীয়বারের জন্য রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। ফেব্রুয়ারির মুদ্রানীতিতে, MPC প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো রেপো রেট ২৫ বিপিএস কমিয়ে ৬.২৫ শতাংশে নামিয়ে এনেছিল।