এতদিনে পূর্ণ হবে ব্যাসায়ীদের মনোবাঞ্ছা, লোন নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে RBI

RBI Rules about to change on Pre Payment Charges of Loans

এতদিনে পূর্ণ হবে ব্যাসায়ীদের মনোবাঞ্ছা, লোন নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে RBI

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ভালো চাকরি পাওয়া বেশ কস্টকর হ্যা দাঁড়াচ্ছে তাই অনেকেই নিজের মত করে ব্যবসা শুরু করতে চাইছেন। এক্ষেত্রে ব্যবসা শুরুর জন্য বা আরও  বিস্তার বাড়ানোর জন্য যে পুঁজির প্রয়োজন সেটার জন্য ব্যাঙ্কের থেকে লোন নিচ্ছেন অনেকেই। তবে লোন নিয়ে সময়ের আগে শোধ করতে চাইলেও সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হল দেশের শীর্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

গ্রাহকদের সমস্যার সমাধানে উদ্যোগী আরবিআই

সাধারণত ব্যবসার কারণে লোন দেওয়ার ক্ষেত্রে ফ্লোটিং ইন্টারেস্ট রেট ধার্য্য করা হয়। যিনি লোন নিচ্ছেন তাঁর ব্যক্তিগত ক্রেডিট হিস্ট্রি ও সিবিলের উপর নির্ভর করে লোনের উপর লাগু হওয়া সুদের পরিমাণ। কিন্তু মুশিকল হল কেউ যদি সুদ কম দেওয়ার জন্য হাতে টাকা এলে আগেভাগেই লোন শোধ করে দিতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ককে প্রি পেমেন্ট পেনাল্টি দিতে হয়। অর্থাৎ আগে লোন শোধ করার জন্য অতিরিক্ত কয়েক শতাংশ টাকা দিতে হয়।

এবার এই নিয়মটাই বদলে যেতে চলেছে। এই চার্জ যদি তুলে দেওয়া হয় তাহলে ছোট ও মধ্যমানের ব্যবসায়ীরা উপকৃত হবেন। আগামী ২১শে মার্চের মধ্যেই নাকি এই প্রসঙ্গে সকলের মতামত নেওয়া হবে। এরপর লোনের উপর প্রি-পেমেন্ট চার্জ তুলে দেওয়া হবে কি না সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি নতুন নিয়ম চালু হয় তাহলে রাষ্ট্রায়াত্ত ও প্রাইভেট ব্যাঙ্কের পাশাপাশি কো-অপারেটিভ ব্যাঙ্ক ও NBFC এর ক্ষেত্রেও সেটা লাগু হবে।

কোন লোনের ক্ষেত্রে চালু হবে নয়া নিয়ম? | New RBI Rules for Loan

যেমনটা শুরু থেকেই বলা হচ্ছে, ব্যবসায়ীরা যে লোন নিয়ে থাকেন বা MSE লোনের ক্ষেত্রেই এই নিয়ম লাগু করা হতে পারে। এক্ষেত্রে ৭.৫ কোটি টাকা পর্যন্ত নেওয়া ঋণের উপর এই নিয়ম জারি করা হবে। যদি কেউ ৭.৫ কোটি টাকার বেশি লোন নিয়ে থাকেন তাহলে সেটা আগে শোধ করতে গেলে পেনাল্টি দিতে হবে।

নয়া নিয়ম চালু হলে লোন নেওয়ার সময় ব্যাঙ্কের তরফ থেকে যে মিনিমাম লক ইন পিরিয়ড থাকে সেটা আর থাকবে না। অর্থাৎ লোনের একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে ঠিকই। তবে চাইলে হাতে টাকা এলেই সময়ের আগে লোন মিটিয়ে দেওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥