RBI

Papiya Paul

RBI: বাজারে চলছে না ১ থেকে ১০ টাকার কয়েন? বড়সড় অ্যালার্ট জারি RBI-র

নিউজশর্ট ডেস্কঃ দেশবাসীর মধ্যে এখন কয়েন নিয়ে অনেক দ্বন্দ্ব শুরু হয়েছে। বহু মানুষ এই ছোট এক টাকার কয়েন গ্রহণ করতে চান না। বিশেষত গ্রামাঞ্চলে এই অসুবিধা বারবার লক্ষ্য করা যায়। এছাড়া ১ টাকা, ৫ টাকা এবং ১০ টাকার কয়েন নিয়েও নানা সমস্যা রয়েছে।

   

কিছুদিন আগেই ২০০০ টাকার নোট বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এই ২০০০ টাকার নোট বাতিল করে দিয়েছে আরবিআই। তবে এবার আরবিআই-এর তরফ থেকে ১ টাকা, ৫ টাকা এবং ১০ টাকার কয়েন নিয়ে বড় ঘোষণা করা হয়েছে।

বহু মানুষ অভিযোগ করেন যে অটোওয়ালা, বাসওয়ালা, দোকানদাররা প্রায় সময় ১ টাকা, ৫ টাকা এবং ১০ টাকার কয়েন গ্রহণ করছে না। আপনিও কি এই সমস্যায় ভুক্তভোগী? তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পুরোটা পড়ে ফেলুন। অনেকের মনে প্রশ্ন উঠছে তাহলে কি ১,৫,১০-এর কয়েন বাতিল করা হয়েছে? এবার এই বিষয় সম্পর্কে বড় তথ্য দিল আরবিআই।

RBI

আরও পড়ুন: RBI: ভুল করে ফাঁদে পা দিলেই হতে হবে দেউলিয়া! আগে থেকেই সতর্ক করলো RBI

রিজার্ভ ব্যাংক অ্যাক্ট ১৯৩৪-এর ২৪ নম্বর ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাংকেই সব ধরনের নোট এবং মুদ্রা ছাপানোর অধিকার দেওয়া হয়েছে। আরবিআই ২,৫,১০,২০,৫০,১০০,২০০,৫০০,২০০০ টাকা বা তার বেশি মূল্যের নোট ছাড়তে পারে। তবে এখন ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি কয়েন ছাপানোর অধিকার রয়েছে।

RBI

এখনই কয়েন বন্ধ হচ্ছে না। আর কেউ যদি কোন ব্যবসায়ী, দোকানদার, পরিবহন কর্মচারী এই কয়েন নিতে অস্বীকার করেন তাহলে তাদের বিরাট সমস্যায় পড়তে হবে। আরবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে কেউ যদি কোন বৈধ মুদ্রা নিতে অস্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে আইনের অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে