RBI

বাড়িতে আছে ২০০০ টাকার নোট! চিন্তা নেই, শুধু করুন এই ছোট্ট কাজটি

আবারও ফিরে এল ২০১৬ সালের স্মৃতি। শুক্রবারই দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) তরফে এল বড় ঘোষণা। আরবিআই জানিয়ে দিল, এবার বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট (Money)। দেশবাসীকে জানিয়ে দেওয়া হল, বাড়িতে ২০০০ টাকার নোট থাকলে তা যেন চট জলদি বদলে নেয়।

আজকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সমস্ত ব্যাঙ্ককে অবিলম্বে ২০০০ টাকার নোট বন্ধ করার পরামর্শ দিয়েছে। তবে ২০০০ টাকার ব্যাঙ্কনোট আইনি দরপত্র হিসাবে চলতে থাকবে বলে খবর‌। তবে দেশবাসীর এখনই চিন্তা করার বিশেষ প্রয়োজন নেই। কারণ আপাতত রিজার্ভব্যাঙ্ক জানিয়েছে, যাতে সেখানে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিপোজিট ও এক্সচেঞ্জের সুবিধা থাকে।

দেশের নাগরিকদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই এই সময় নির্ধারণ করেছে RBI। সূত্রের খবর, RBI ক্লিন নোট নীতির অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সঙ্গে সঙ্গেই একাধিক বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল সরকার।

তবে সেবার তা রাতারাতি বাতিলের ঘোষণা করেছিলেন। আর এবার বেশ খানিকটা লম্বা সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে বলে খবর। জানা গেছে, যে কোন ব্যাঙ্কেই বদলে নেওয়া যাবে এই নোট। তবে কেন এমন সিদ্ধান্ত?

উল্লেখ্য, একটি নোটের সম্ভাব্য জীবনচক্র রয়েছে ৪ থেকে ৫ বছরের। সেই হিসেব মত ২০০০ টাকার নোটগুলির আয়ু প্রায় ফুরিয়ে এসেছিল। তাই আরবিআই নিজের মুদ্রা পলিসি মেনেই বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। আর এবার সেই নিরিখেই রিজার্ভ ব্যাঙ্কের নয়া পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Avatar

Moumita

X