আগামী ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে চলেছে বাংলায়। আর এই ঘূর্ণিঝড় ঘিরে রাজ্যের পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া দুই মেদিনীপুর জেলার চূড়ান্ত সত্রকবারতা জারি করা হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানে ঘূর্ণিঝড়ের কিছু প্রভাব পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী দিনে এই বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে বলে মত আবহাওয়াবীদদের।