নিউজশর্ট ডেস্কঃ আজকে ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে Realme Narzo 70 Pro 5G। এটি একটি অল্প দামের স্মার্টফোন হবে। যেখানে বেশ কিছু অ্যাডভান্স ফিচার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন থাকবে। আজকের এই প্রতিবেদনে এই নতুন ফোনের ডিটেলস সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো।
আজকে দুপুর ১২ টা থেকেই এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। এমনকি ভারতের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ এই লঞ্চ দেখানো হবে। এছাড়া অ্যামাজনেও এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
Realme Narzo 70 Pro 5G ফোনের কি কি ফিচার থাকতে পারে?
ক্যামেরা: এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এতে ওআইএস টেকনোলজি সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সোনী IMX890 সেন্সর থাকতে পারে।
স্ক্রিন: এই ফোনের মধ্যে পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন যোগ করা হবে। এই ফোনের স্ক্রিনটি ওএলইডি প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লেতে 2000 নিট ব্রাইটনেস পাওয়া যাবে বলেও জানা যাচ্ছে।
চার্জিং: এই ফোনে কত এমএএইচ ব্যাটারি থাকবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে কোম্পানি এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে।
অন্যান্য: এই ফোনটি স্পর্শ না করেই স্ক্রিন এবং অ্যাপ নেভিগেট করা যাবে। এমনকি ইশারা করেই অ্যাপ খোলা-বন্ধ করা, স্ক্রিন স্ক্রলিং, স্ক্রিনশট নেওয়া, হোম পেজ অ্যাক্সেস ইত্যাদি কাজগুলিও করতে পারবেন।
দাম: এই ফোনটির দাম 20,000 টাকার চেয়ে কম হবে বলে জানা গিয়েছে।