নিউজশর্ট ডেস্কঃ চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে রেডমি (Redmi) Note 13 সিরিজ। এই সিরিজের Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro Plus মডেলের তিনটি ফোন এনেছে সংস্থা। খুব শীঘ্রই এই ফোনগুলি ভারতের বাজারে পা রাখতে চলেছে। যদিও এখনো লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। তবে এটা শোনা যাচ্ছে, শাওমি চীনের বাইরে Redmi Note 13 Pro-কে Poco-র লোগো লাগিয়ে বিক্রির পরিকল্পনা করছে।
টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক বলেছেন যে, এই রেডমি নোট ১৩ প্রো-কেও একটি পোকো স্মার্টফোন হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। তবে, এই ফোনটি তার আসল নামের সাথেও কিছু দেশে আসবে বলে জানানো হয়েছে। প্রথম পোকো এফ১ থেকে শুরু করে লেটেস্ট পোকো এফ৫ পর্যন্ত ফোনগুলিকে রেডমির রিব্যাজড স্মার্টফোন হিসাবে বাজারে নিয়ে আসা হয়েছে।
এবার জেনে নেওয়া যাক, এই ফোনগুলি কি কি স্পেসিফিকেশন সহ আসতে চলেছে। Redmi Note 13 Pro ফোনটি একটি দুর্দান্ত মডেলের ফোন হিসাবে বাজারে আসছে। এটির দামও থাকবে নাগালের মধ্যেই। এই স্মার্টফোনে পাঞ্চ-হোল কাটআউট সহ ফ্ল্যাট ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে, যেটি ১.৫কে ডিসপ্লে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস নিয়ে থাকবে।
এছাড়া এই স্মার্টফোনে Note 13 Pro-এ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। যা দুর্দান্ত ফটোগ্রাফি করতে সাহায্য করবে। এর সাথেই ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ দিচ্ছে এই ফোন। চিনে এই ফোনটির দাম রাখা হয়েছে ১,৪৯৯ ইউয়ান, যেটি ভারতীয় বাজারে মূল্য হবে ১৭ হাজার ৩০০ টাকা।