Reliance Jio

Papiya Paul

Reliance Jio: চায়না মোবাইলকে ফের হারালো জিও! নতুন রেকর্ড গড়ে বিশ্বের সেরা মোবাইল অপারেটর আম্বানির সংস্থা

নিউজশর্ট ডেস্কঃ বিশ্বের বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা হিসেবে নতুন রেকর্ড গড়লো রিলায়েন্স জিও(Reliance Jio)। ভারতের অন্যতম টেলিকম অপারেটর হিসেবে শিরোনামে জায়গা করে নিয়েছে মুকেশ আম্বানির এই সংস্থা। আর এবার চীনের চায়না মোবাইলকে টক্কর দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হিসাবে নাম তুললো রিলায়েন্স জিও।

   

২০২৪ সালে প্রথম ত্রৈমাসিক রিপোর্টে দেখা গিয়েছে যে জিওর নেটওয়ার্ক ৪০,৯ এক্সাবাইট ডাটা নিয়ে কাজ করছে। আর চায়না মোবাইল ৩৮ এক্সাবাইট ডেটা নিয়ে কাজ করছে। বিশ্লেষণকারী সংস্থা টেফিশিয়েন্ট এই পরিসংখ্যান তুলে ধরেছে। শুধু এই রেকর্ড নয়, এর পাশাপাশি এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম ৫জি সাবস্ক্রাইবার দেশ হিসাবে রিলায়েন্স জিও নতুন রেকর্ড করেছে।

১০৮ মিলিয়ন গ্রাহককে নিয়ে সাবস্ক্রাইবার বেস গঠন হয়েছে। আর এত দ্রুত সংখ্যক গ্রাহক বেড়ে যাওয়ার মূল কারণ হলো জিও ভারত ভ্যালু প্ল্যানস ও প্রমোশনাল আনলিমিটেড ৫জি অফার করছে। আর এর ফলে সাবস্ক্রাইবার বেস দ্রুত বৃদ্ধি করেছে রিলায়েন্স জিও। আর এই অফারের ফলে জিওর লাভও অনেক বেড়ে গিয়েছে।

Jio

আরও পড়ুন: Government: এই কাগজ থাকলেই হবে, ৫০ হাজার টাকা পর্যন্ত লোন দেবে সরকার! লাগবে না কোনো গ্যারান্টি

তবে বিশ্লেষজ্ঞরা অনেকে মনে করছেন যে এই অতিরিক্ত সাবস্ক্রাইবার বেস হারিয়ে ফেলতে পারে জিও। এর কারণ হলো দেশের মোবাইল টারিফের অংক ভোটের পর জিও ফের বাড়াতে পারে, তখনই সাবস্ক্রাইবার বেস ধরে রাখাটা জিওর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

টেলিকম অপারেটরের পাশাপাশি ওয়্যারলেস হোম ব্রডব্যান্ড সার্ভিসের ক্ষেত্রেও নতুন মাইলস্টোন ছুয়ে ফেলেছে জিও। এয়ার ফাইবার দেশের উচ্চ চাহিদার নেটওয়ার্ক হিসেবে পরিচিত রয়েছে। তবে জিও বার্ষিক ডেটা টারিফ ২.৪ গুণ বেড়ে গিয়েছে পরবর্তীকালে টারিফ নিয়ে কি সিদ্ধান্ত নেয় জিও সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে।