Reliance Jio Launches JioTele OS
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

অ্যান্ড্রয়েড অতীত! দেশি অপারেটিং সিস্টেম JioTele OS লঞ্চ করল রিলায়েন্স, থাকবে বিশেষ সুবিধা

পার্থ সারথি মান্না, কলকাতাঃ টেলিকম ইন্ডাস্ট্রিতে বিপ্লব এনে যাত্রা শুরু করেছিল রিলায়েন্স জিও (Jio)। আনলিমিটেড ফ্রি 4G দিয়ে শুরু করে বর্তমানে হাইস্পীড 5G ইন্টারনেট পরিষেবার পাশাপাশি, ব্রডব্যান্ড ও টেলিভিশন পরিষেবাও দিচ্ছে জিও। তবে এবার ভারতীয় গ্রাহকদের জন্য একেবারে দেশি অপারেটিং সিস্টেম নিয়ে হাজির হল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। নতুন এই OS এর নাম দেওয়া হয়েছে Jio Tele Os, যেটা ভারতীয়দের প্রয়োজন মাথায় রেখেই তৈরী করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Jio Tele OS লঞ্চ করল রিলায়েন্স

বর্তমানে নতুন টেলিভিশন কিনতে গেলে সবার আগেই নজর পরে স্মার্ট টিভির উপরে। স্মার্ট টিভিতে মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে। এবার সেই অপারেটিং সিস্টেম তৈরি করে তাক লাগল রিলায়েন্স জিও। এর ফলে কি কি সুবিধা হবে? আর কি কি ফিচার্স পাওয়া যাবে নতুন জিও টেলি অপারেটিং সিস্টেমে? চলুন জেনে নেওয়া যাক।

জিও টেলি অপারেটিং সিস্টেমের ফিচার্স । JioTele OS Features

কোম্পানির মতে, মানুষকে যাতে পছন্দের কন্টেন্ট খুঁজতে কম হয় ও বেশি সময় ধরে উপভোগ করতে পারেন সেই কথা মাথায় রেখেই এই অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে। একইসাথে থাকছে AI এর সুবিধা যার ফলে পছন্দের জিনিস আরও সহজে সামনে হাজির হবে।

অনেক ক্ষেত্রেই দেখা যায় কম দামি স্মার্ট টিভির ক্ষেত্রে 4K স্ট্রিমিংয়ের সময় ল্যাগ দেখতে পাওয়া যায়  বা সেভাবে সমস্ত অ্যাপের সাপোর্ট থাকে না। এমনকি খুব বেশি গেমেরও অপশন থাকে না। এই সমস্ত সমস্যার সমাধান হবে এই ওএসের মাধ্যমে। তাছাড়া প্রতিনিয়োগ আপডেট দেওয়া হবে যার ফলে সিকিউরিটি ও পারফর্মেন্স নিয়ে ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না।

কবে বাজারে আসছে জিওর নতুন OS?

যেমনটা জানা যাচ্ছে, আগামী ২১শে ফেব্রুয়ারি থেকেই JioTele OS এর সাথে স্মার্ট টিভি বাজারে উপলব্ধ হয়ে যাবে। BPL, Kodak, Thomson এর মত জনপ্রিয় ব্রান্ডের টিভিতে এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। এছাড়া ২০২৫ সালের মধ্যেই আরও একাধিক ব্র্যান্ডের সাথে জিওটেলি ওএস পাওয়া যাবে।

প্রসঙ্গত, ৪৭তম বার্ষিক জেনারেল মিটিংয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের তরফ থেকে জিও সেট টপ বক্সের জন্য জিওটিভি ওএস লঞ্চ করা হয়। যেখানে হাই কোয়ালিটি অডিও ও ভিডিও থেকে শুরু করে ভয়েস সাপোর্টের মত সুবিধা দেওয়া হয়েছিল। এবার নতুন অপারেটিং সিস্টেমের মাধ্যমে দেশের নাগরিকদের আরও সহজ ও সরল স্মার্ট টিভি এক্সপেরিয়েন্স দিতে উদ্যোগী রিলায়েন্স জিও।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X