কেমন আছেন সেলিব্রিটি কোরিওগ্রাফার রেমো ডি’সুজা! এমন প্রশ্নই ঘোরাফেরা করছে বলিউডের সেলিব্রিটি কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক রেমোর ভক্তদের মনে। সেলিব্রিটি কোরিওগ্রাফারের ভক্তরা যাতে নিশ্চিন্ত হতে পারেন, তার জন্য এবার নতুন ভিডিয়ো শেয়ার করলেন রেমোর স্ত্রী লিজেল। যেখানে দেখা যায়, হাসপাতালে বসে আস্তে আস্তে গানের সঙ্গে পায়ের পাতা নাড়াতে শুরু করেছেন রেমো। হাসপাতালে বসেই রেমোর ওই ভিডিয়ো শেয়ার করেন সেলিব্রিটি কোরিওগ্রাফারের স্ত্রী।