Bengali Serial

Bengali Serial: শুরুর আগেই হোচঁট খেল ‘বঁধুয়া’! বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন রেজওয়ান

নিউজ শর্ট ডেস্ক: সবে মাত্র একদিন হল স্টার জলসার (Star jalsha)পর্দায় নতুন সিরিয়াল ‘বঁধুয়া’র (Badhua) প্রোমো প্রকাশ্যে এসেছে। এই ধারাবাহিকে নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডুর সাথে জুটি বেঁধে বহুদিন পর টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করলেন জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখ (Rezwan Rabbani Seikh)। গত বছরের মার্চ মাসে তাঁকে  শেষবার দেখা গিয়েছিল একই চ্যানেলেরই জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘নবাব নন্দিনী’তে।

তবে রেজওয়ানের নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে  আসতে না আসতেই শুরু হয়েছে বিতর্ক। এই নতুন সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের পরেও নায়িকা পেখম তার স্বামী আবিরকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। নিজের মনের কথাও সে কাউকে খুলে বলে না। পেখমের কথা হল ‘আসলে সব মনের কথা সবার সহ্য হয় না, কিছু কিছু সময় নিজেরও না।’

এইভাবেই রহস্য নিয়েই সামনে এসেছে বঁধুয়া’র প্রোমো। তবে এই প্রোমো দেখেই দর্শকদের একাংশের দাবি এই সিরিয়ালটির প্রোমোতে স্পষ্ট ছাপ রয়েছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী অভিনীত বলিউড সিনেমা ‘সত্য প্রেম কি কথা’র। এ প্রসঙ্গে খোদ অভিনেতা রেজওয়ানের মতামত কি? তা জানতেই সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,বঁধুয়া,Badhua,রেজওয়ান রাব্বানী শেখ,Rezwan Rabbani Sheikh,জ্যোতির্ময়ী কুন্ডু,Jyotirmoyee Kundu,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো,Promo,ট্রোল,Troll,বলিউড,Bollywood,সত্য প্রেম কি কথা,Satya Prem Ki Kotha,প্রতিক্রিয়া,Reaction,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এপ্রসঙ্গে অভিনেতা হাসি মুখেই  স্পষ্ট জানিয়েছেন ‘সোশ্যাল মিডিয়ায় মানুষ খোলাখুলিভাবে নিজের মতামত রাখতে পারে। ফেক অ্যাকাউন্ট থেকেও প্রচুর ওপিনিয়ান ধেয়ে আসে। মানুষ আজকাল বড্ড জাজমেন্টাল, এতো বেশি বুঝে ফেলে আগে থেকে… আমি তো বুদ্ধিমান নয়! কারুর যদি মনে হয়ে থাকে, সেটা তার মত। আমি বলতে পারব না।’

আরও পড়ুন: সিরিয়ালের ‘কথা’ নয়, বাস্তবে কেমন পাত্রী পছন্দ অগ্নিভর? নিজেই জানালেন সাহেব

সেইসাথে অভিনেতার সংযোজন ‘আমি এখনও গল্প জানি না। প্রোমো যেইটুকু শ্যুট হয়েছে আমি ততটাই জানি, আবির চরিত্রটা কেমন, পেখম চরিত্রটা কেমন। যাদের মনে হচ্ছে, নিশ্চয় কারণ থাকবে কোনও। আরেকটা কথা না বলে পারছি না… আমরা যে সাহিত্য বেশি পড়ি বা নাটক দেখি, তারা জানবেন, কোনও গল্পের মধ্যে অন্য কোনও গল্পের ছোঁয়া তো থাকবেই। সেটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। মানে যুদ্ধের ছবি দেখে কারুর ট্রয়ের কথা মনে হবে, কেউ বাহুবলির কথা ভাববে। কিন্তু বাহুবলি বা ট্রয় তো এক ছবি নয়। তবে কমন পয়েন্টটা হল যুদ্ধ। কে কোন দৃষ্টিতে গল্পটা দেখতে তার উপর ব্যাপারটা নির্ভরশীল’।

Avatar

anita

X