Arijit

ইংল্যান্ডে ঋষভ পন্থের সাফল্যের পেছনে রয়েছে যুবরাজ সিংয়ের হাত, কি বলছে পন্থ!

ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় তরুণ উইকেট রক্ষক ঋষভ পন্থ। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে সিরিজ জিতিয়েছে ঋষভ পন্থ। ঋষভ পন্থের এই সেঞ্চুরি প্রশংসা কুড়িয়ে নিয়েছে সারা বিশ্ব জুড়ে। তবে ঋষভ পন্থের এই ইনিংসের সবথেকে বেশি প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।

   

ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্থের শতরানের পর টুইট করেছিলেন যুবরাজ সিং। তিনি জানিয়ে ছিলেন ৪৫ মিনিট তাঁর সঙ্গে কথা বলেই বদলে গিয়েছেন পন্থ। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ঋষভ পন্থের সাফল্যের পিছনে কি যুবরাজ সিংহ রয়েছেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে পন্থ শতরান করার পর যুবরাজ লেখেন, ‘দেখে মনে হচ্ছে ৪৫ মিনিটের কথাবার্তা বেশ কাজে লেগেছে! দারুণ খেললে ঋষভ পন্থ। এ ভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে তোমায়।’
যুবির কথা স্বীকার করলেন তরুণ উইকেটরক্ষক। যুবরাজের টুইটটি রিটুইট করলেন পন্থ। তিনি লিখলেন, ‘ঠিকই বলেছ, যুবরাজ।’