Arijit

ফিল্ডিং করার সময় আইসিসির নিয়ম ভাঙলেন ঋষভ পন্থ, কড়া বার্তা দিলেন আম্পায়ার

ভারত বনাম ইংল্যান্ড এর তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে নেমে নিয়ম ভাঙলেন ভারতের উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিপিং করার সময় নিজের গ্লাভসে টেপ জড়িয়ে রেখেছিলেন ঋষভ পন্থ। আর এটা আইসিসির নিয়মের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই আম্পায়ারদের নির্দেশে সঙ্গে সঙ্গেই টেপ খুলে ফেলতে হল পন্থকে। ঋষভের গ্লাভসে টেপ দেখার পরই সেই টেপ খুলতে বাধ্য করলেন ফিল্ড আম্পায়াররা।

   

আইসিসির ক্রিকেট নিয়ম অনুযায়ী কিপিং করার সময় উইকেট কিপাররা হাতের তর্জনী এবং বুড়ো আঙ্গুলে টেপ লাগাতে পারে। তাছাড়া আর কোন আঙুলের টেপ লাগানোর অনুমতি নেই। কিন্তু পন্থের গ্লাভসের অনামিকায় টেপ লাগানো ছিল। সেই কারণে আম্পায়াররা পন্থের গ্লাভস থেকে টেপ খুলে ফেলার নির্দেশ দেন। তারপরই অধিনায়ক বিরাট কোহলি পন্থের গ্লাভস থেকে সেই টেপ খুলে দেন, সেই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

ধারাভাষ্যকর নাসির হুসেন বলেন, “গ্লাভসে টেপ লাগানোর ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে আইসিসি। পন্থের এইভাবে টেপ লাগানো নিয়ম বিরুদ্ধ। আর সেই কারণেই পন্থের গ্লাভস থেকে টেপ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।”