নিউজ শর্ট ডেস্ক: সিরিয়াল তো এমন হওয়া উচিত যা শেষ হওয়ার পরেও তা চোখে লেগে থাকবে দর্শকদের। বাংলা সিরিয়ালের (Bengali Serial) ইতিহাসে এমন অনেক মেগা সিরিয়ালের উদাহরণ রয়েছে যা শেষ হওয়ার পরেও রেশ থেকে গিয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরনো দিনের কোনো সিরিয়ালে ভিডিও চোখে পড়লেই কত কিছুই না মনে পড়ে যায় এক নিমেষে। আসলে আগেকার সিরিয়ালগুলির গল্প থেকে শুরু করে বিষয়বস্তু সবকিছুই ছিল একেবারে আলাদা।
তখন টেলিভিশনের পর্দায় এত-এত বিনোদনমূলক চ্যানেলও গজিয়ে ওঠেনি আর সিরিয়ালের সংখ্যাও ছিল হাতে গোনা। তাই এখনকার মত টিআরপির লড়াইয়ে এগিয়ে থাকার জন্য দড়ি টানাটানি চলতো না সে সময়। তখন ভালো গল্প, আর পারিবারিক বিষয়বস্তুই ছিল বেশি গুরুত্বপূর্ণ। যা হারিয়ে গিয়েছে এখনকার বাংলা সিরিয়ালগুলি থেকে।
তাই এখনকারদিনে যে কোন সিরিয়াল মানেই সাংসারিক কূটকচালি, শ্বাশুড়ি বউমার ঝগড়া, কিংব পরকীয়ার মতো টিআরপি মেটেরিয়াল থাকা চাই। কিন্তু এসবের উর্ধ্বে একসময় ২০০৫ সাল নাগাদ জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হত ‘একদিন প্রতিদিন'(Ekdin Protidin) -এর মতো একটি জনপ্রিয় মেগা সিরিয়াল। এই ধারাবাহিকে প্রধান নায়ক ইন্দ্র আর মোহর ছাড়াও ছিল একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র।
পর্দায় নায়ক-নায়িকা ইন্দ্র আর মোহর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। এই সিরিয়ালে ইন্দ্র অর্থাৎ ঋষি কৌশিকের দিদি চরিত্রে অভিনয় করেছিলেন এখনকার একজন জনপ্রিয় সঞ্চালিকা তথা অভিনেত্রী। তিনি একটা সময় জি বাংলার বিখ্যাত রান্নার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন। বর্তমানে টেলিভিশনের পর্দায় না ফিরলেও নিজের শাড়ি এবং খাবারের ব্যবসা নিয়েই ব্যস্ত অভিনেত্রী।
আরও পড়ুন: ‘টাকা হলে বুঝি কাপড় কমে যায়?’ স্বল্প পোশাকে সুপার হট মিঠাইকে দেখে তুমুল কটাক্ষ
হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়কে (Sudipa Chatterjee) নিয়েই। সম্প্রতি পুরনো দিনের এই সিরিয়ালের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পর্দার ভাই ঋষি কৌশিককে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন ‘সুন্দর পুরোনো দিনগুলো! এই সিনটা যখন শুটিং হচ্ছে তখন ঋষি আর আমার কথা বন্ধ। মুখ দেখাদেখি বন্ধ। আমরা শুধু ঝগড়া নয়,মারপিটও করতাম। ভাবলে হাসি পায় যে কি বোকা বোকা সব বিষয়ে ঝগড়া করতাম।’
আরও পড়ুন: ‘সারেগামাপা’-এর মঞ্চে বাংলার জয়জয়কার! সেরার সেরা হলেন কে? নামটা শুনলে খুশি হবেন
সুদীপার এই পোস্টে কমেন্ট সেকশনে ঋষি মন্তব্য করেছেন ‘সেই সুন্দর পুরনো দিনগুলো।’ এই সিরিয়ালটি যে এখনও বহু দর্শক মনে রেখেছেন তার ঝলক মিলেছে সুদীপার পোস্টের কমেন্ট সেকশনে। এমনই একজন এখনকার সিরিয়ালের ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন ‘এরকম সিরিয়াল আর হয়না কেনো? এটা যখন হতো তখন আমি ক্লাস ৭ এ পড়তাম লুকিয়ে লুকিয়ে দেখতাম। তারপর লোকডাউনে ইউটিউবে দেখলাম অনেক গুলো এপিসোড। ভীষণ ভালো লাগতো। আর এখনকার সিরিয়াল গুলো কি জঘন্য বাজে কনসেপ্ট সব। এসব সিরিয়াল এর ডিরেক্টররা কেনো এখন আর সিরিয়াল বানান না?’