Arijit

গুরুত্বর চোট রোহিত-পূজারার, ছিটকে যেতে পারেন সিরিজ থেকে! মাথায় হাত বিরাটের

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে ধারাবাহিক রোহিত শর্মা। ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা যেখানে ইংল্যান্ডের বোলারদের কাছে ক্রমাগত স্ট্রাগেল করে চলেছেন তখন অ্যান্ডারসন, রবিনসনদের অনায়াসে পিটিয়ে চলেছেন রোহিত। ওভাল টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি করেছেন রোহিত। আর রোহিতকে যোগ্য সঙ্গ দিয়েছেন চেতেশ্বর পুজারা।

   

রোহিত প্রথম থেকেই ফর্মে ছিলেন তবে প্রথম দুটি টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর লিডস টেস্ট থেকে ফর্মে ফিরেছেন চেতেশ্বর পুজারা। লিডস টেস্টের প্রথম ইনিংসে 91 রানের ইনিংস খেলার পর ওভালে দ্বিতীয় ইনিংসে 61 রানের দুর্দান্ত ইনিংস খেলেন পুজারা। রোহিত, পূজারার ব্যাটে ভর করে ইংল্যান্ডের সামনে 367 রানের বিরাট টার্গেট খাড়া করেছে ভারতীয় দল। তবে এর পিছনে অবদান রয়েছে ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুরেরও।

তবে এরই মধ্যে আশঙ্কার কালো ছবি ভারতীয় সমর্থকদের মধ্যে। কারণও ওভাল টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে নামেননি রোহিত এবং পুজারা। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, দীর্ঘক্ষন ব্যাটিং করায় দু’জনেরই হালকা চোট রয়েছে। আর সেই কারণেই তারা ফিল্ডিং করতে নামেনি। আসলে রোহিত এবং পূজারাকে নিয়ে কোন রিক্স নিতে চাইছে না ভারতীয় শিবির। এমনকি পঞ্চম দিনেও তারা ফিল্ডিং করতে নামবেন না বলেই জানিয়েছে বিসিসিআই। কারণ তারপরই রয়েছে গুরুত্বপূর্ণ পঞ্চম টেস্ট ম্যাচ।