Arijit

এই দুর্দান্ত খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে রোহিত দ্রাবিড় জুটি, ক্ষুব্ধ সমর্থকদের একাংশ

সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস এবং 222 রানের বিরাট ব্যবধানে হারিয়ে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের যাত্রা শুরু করলেন রোহিত শর্মা। প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর ব্যাঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্ট ম্যাচে নেমেছে ভারত এবং শ্রীলঙ্কা। তবে এই টেস্টে রোহিত শর্মার টিম সিলেকশন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

বেঙ্গালুরুর পিচের কথা মাথায় রেখে দ্বিতীয় টেস্টে দুজন জোরে বোলার জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি এবং তিন জন স্পিনার রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলকে নিয়ে নেমেছে ভারত। তারপরই অনেকে রোহিত শর্মা ও রাহুল দ্রাভিড়ের টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা বোলার মহম্মদ সিরাজ। তবে রোহিতের অধিনায়কত্বে এখনো পর্যন্ত সে ভাবে সুযোগই পাননি তিনি। টি-টোয়েন্টি ও ওয়ানডে তো পানই নি সেই সঙ্গে টেস্ট ক্রিকেটেও এখনো পর্যন্ত সিরাজকে কোন সুযোগ দেয়নি রোহিত শর্মা। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তদের একাংশ দাবি করতে শুরু করেছে সিরাজের ক্যারিয়ারেই এভাবেই শেষ করে দিচ্ছে রোহিত দ্রাবিড় জুটি।
যদিও সিরাজকে বাদ দেওয়ার পেছনে রোহিতের যুক্তি বেঙ্গালুরুর স্পিন পিচের কারণেই সিরাজকে প্রথম একাদশে রাখা হয়নি।