কীভাবে আসছে এত সাফল্য! ভারতীয় দল নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন রোহিত

এই মুহূর্তে আগের তুলনায় আরো অনেক বেশি ক্রিকেট খেলা হয়। সারা বছরই ঠাসা সূচিতে ভরা থাকে ক্রিকেট ক্যালেন্ডার। সারা বছর এত বেশি ম্যাচ খেলার কারণে প্রায়ই ক্রিকেটারদের চোট লাগে। অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। তার সত্ত্বেও জয়ের ধারা বজায় রেখেছে ভারতীয় দল।

কী ভাবে একের পর এক সিরিজে আসছে সাফল্য? জানালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত জানিয়েছেন, সাজঘরে এমন ক্রিকেটারদের রাখতে চাইছেন, যাঁরা অনায়াসে প্রথম একাদশে ঢুকতে পারেন। কেউ চোট পেলেও দল যাতে কোনও সমস্যায় না পড়ে। চোট এবং টানা ম্যাচ খেলার ধকল সামলাতেই শক্তিশালী বেঞ্চ তৈরির কথা বলেছেন রোহিত।

ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের এখন প্রচুর ক্রিকেট খেলতে হয়। চোট আঘাত লাগেই খেলতে গিয়ে। টানা খেলার ধকলও কম নয়। তাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছি ক্রিকেটারদের। সাজঘরে এমন ক্রিকেটারদের রাখতে চাইছি, যারা যে কোনও সময় মাঠে নেমে খেলে দিতে পারবে। তাই আমরা অনেক তরুণকে খেলাচ্ছি। আন্তর্জাতিক মঞ্চে ওদের দেখে নেওয়া যাচ্ছে। অনেকে ভাল পারফরম্যান্সও করছে।’’

Avatar

Koushik Dutta

X