Arijit

‘সবার আগে দলের স্বার্থ দেখা হবে’, কেকেআর অধিনায়ককে ছাঁটাইয়ের ইঙ্গিত রোহিতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টিটিয়েন্টি ম্যাচে দল নির্বাচনে বড় চমক দিয়েছিল রোহিত শর্মা। শেষ ওয়ানডে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ শ্রেয়স আইয়ারকে নেওয়া হয় নি প্রথম একাদশে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে 80 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছিল শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়স আইয়ারকে প্রথম টিটোয়েন্টি ম্যাচে দলের বাইরে রাখাই প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

এই সিদ্ধান্তের জন্য ম্যাচের শেষে অধিনায়ক রোহিত শর্মাকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন ভারত অধিনায়ক।

রোহিত জানিয়েছেন, এই মুহূর্তে সেই সমস্ত ব্যাটারদের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে যারা প্রয়োজনে দু এক ওভার বল করে দিতে পারবে। আসলে আমাদের অতিরিক্ত এক জন বোলারের দরকার ছিল। যাতে মাঝখানের সময়টায় আক্রমণ আরও তীক্ষ্ণ করা যায়। শুধু মাত্র এই জন্যই শ্রেয়সকে খেলানো হয়নি। শ্রেয়সকেও বলেছি, সামনে বিশ্বকাপ। নতুনদের দেখে নিতেই হবে। প্রত্যেককে পরিস্থিতি বুঝতে হবে। ওরা পেশাদার। জানে, দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হয়।

সেই সঙ্গে রোহিত আরও বলেন, ”আমরা সবাইকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। সবার আগে দলের স্বার্থ দেখা হবে।’’