‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকার মেয়ে এখন Star Jalsa-র নায়িকা, রইল বাংলা সিরিয়ালের নতুন অভিনেত্রীর পরিচয়

নিউজশর্ট ডেস্কঃ এখনকার সময়ের রিয়েলিটি শো-গুলোর তুলনায় আগেকার দিনের রিয়ালিটি শো গুলোর বিস্তর ফারাক ছিল। আগেকার আনন্দ উত্তেজনা আর এখনের উত্তেজনা কোথাও যেন হারিয়ে গিয়েছে। এক সময় রিয়ালিটি শো বলতে আমরা বুঝতাম সিঁধেল চোর, কাঞ্চন মল্লিকের জনতা এক্সপ্রেস কিংবা লাজবন্তী রায়ের(Lajbanti Roy) রোজগেরে গিন্নি(Rojgere Ginni)। এই অনুষ্ঠানগুলো না থাকলে সারাদিনটা যেন অসম্পূর্ণ থাকতো। আজকের এই প্রতিবেদনে রোজগেরে গিন্নির সঞ্চালিকা লাজবন্তি রায়ের একমাত্র মেয়ের সম্পর্কে কিছু কথা জানাবো।

রোজগেরে গিন্নিতে লাজবন্তী ছাড়াও মধুমন্তি মৈত্র এবং পরমা ব্যানার্জিকেও সঞ্চালিকা দায়িত্বে দেখা যেত। একসময় এই শো এর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সুন্দর গান ছাড়াও অসাধারণ সঞ্চালিকা করেন লাজবন্তী। তার ছোট মেয়ে অঙ্গনাও(Angana Roy) মায়ের দেখানো পথেই হেঁটেছেন। এই মুহূর্তে একজন উঠতি অভিনেত্রী তিনি। যাকে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করার পর এবার ছোট পর্দায় দেখা যেতে চলেছে।

স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’র মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই ধারাবাহিকে অঙ্গনার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্যকে। এখানে অঙ্গনার অভিনীত চরিত্রের নাম পারো। আগামী ৩ রা  নভেম্বর থেকে প্রত্যেক দিন ঠিক রাত ৮ টার সময় নতুন ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে। চিরাচরিত প্রেমের কাহিনী এবং পরকীয়ার কাহিনী ছেড়ে একেবারে অন্যরকম ভৌতিক গল্প নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক।

২০১৮ সালের হলুদ পাখি ওয়েব সিরিজের হাত ধরে অভিনয় জীবনে পা দেন অঙ্গনা। আর প্রথম ওয়েব সিরিজেই দুর্দান্ত সাফল্যের পর তাকে নষ্টনীড়, রক্তকরবী, ইন্দুবালা ভাতের হোটেল সহ একাধিক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে।  অসাধারণ অভিনয় গুণ দিয়ে দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। আর তাই ওয়েব সিরিজে নিজের দক্ষতা প্রদর্শনের পর এবার ছোটপর্দায় অভিনয় করতে চলেছে অঙ্গনা।

ছোটবেলা থেকেই হিন্দি সিরিয়াল দেখতে পছন্দ করতেন তিনি। আর নিজেকেও ধারাবাহিকের অভিনেত্রী হিসেবে দেখার স্বপ্ন দেখতেন অঙ্গনা, অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার ওয়েব সিরিজের মত এই সিরিয়াল দিয়েও তিনি দর্শকদের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।

Avatar

Papiya Paul

X