Papiya Paul

বোল্ড মনোকিনিতে লাস্যময়ী রোশনি, অভিনেত্রীর সাহসী পোশাক দেখে ঘাম ঝরছে ভক্তদের

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য(Roshni Bhattacharya)‘গোধূলি আলাপ'(Godhuli Aalap) ধারাবাহিক শেষ হবার পর তাকে আর নতুন কোন সিরিয়ালে দেখা না গেলেও এই মুহূর্তে ওয়েব সিরিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগে তার একটি ওয়েব সিরিজের কাজ শেষ হয়েছে। অভিনেত্রী তার স্বামীর অফিস ট্রিপে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন।

   

তবে কলকাতাতে ফিরেও তিনি থাইল্যান্ডের সেই সুন্দর স্মৃতির কথা কিছুতেই ভুলতে পারছেন না। বারে বারে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে থাইল্যান্ড সফরের নানা ছবি ফুটে উঠেছে। সম্প্রতি রোশনি তার ইন্ডটাগ্রামে থাইল্যান্ডের কিছু মুহূর্ত আবার ভাগ করে নিয়েছেন। এদিনের ছবিতে সুইমিং পুলে একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

এই শেয়ার করা ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে গাঢ় নীল রঙের মনোকিনি। সুইমিংপুলের জলে অর্ধডুবন্ত অবস্থায় থাকার জন্য অভিনেত্রীর মনোকিনির সামনের ডিজাইন বোঝা না গেলেও তার পিঠের ক্রিসক্রস ডিজাইন নজর কেড়েছে অনুরাগীদের। এদিন মেকআপ ছাড়াই জলে নেমে আরও বেশি সুন্দরী লাগছে অভিনেত্রীকে। হালকা লিপবামে ঠোঁট রাঙিয়েছেন তিনি।

একটি পার্ল বসানো ক্যাচার লাগিয়ে বান করেছেন রোশনি। সুইমিং পুলের জলে হাসিমুখে কিছু পোজ দিয়েছেন অভিনেত্রী যা দেখে মন ভরে গিয়েছে ভক্তদের। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সম্ভাবনার গভীরে গিয়ে স্বপ্নকে খুঁজে আনতে হয়। জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হয়।’ আর এই ক্যাপশনের সঙ্গে তিনি সূর্যোদয় এবং সোনালী তারার ইমোজি দিয়েছেন।

বলাই বাহুল্য, এই ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই তার ছবিগুলি দেখে প্রশংসা করেছেন। আগামী দিনে রোশনিকে ক্যামেলিয়া প্রোডাকশন ও রুদ্রনীল ঘোষের যৌথ উদ্যোগে নির্মিত ওয়েব সিরিজ ‘মাতঙ্গী’তে দেখা যাবে। তিনি ওয়েব সিরিজের কাজেই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন। তাই সিরিয়ালে অভিনেত্রীকে এখন আর দেখা যাচ্ছে না।