এবার জমবে মজা, মার্কেট কাঁপাতে নতুন ইলেকক্ট্রিক বাইক আনলো Royal Enfield

নিউজশর্ট ডেস্কঃ 2023 EICMA অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে Royal Enfield Himalayan 450-এর নতুন ইলেকট্রিক ভার্সন। এই মুহূর্তে তরুণ প্রজন্মের বাইকপ্রেমীদের কাছে সবথেকে পছন্দের বাইকের তালিকায় রয়েছে রয়াল এনফিল্ড। এবার এই মডেলের ইলেকট্রিক বাইক প্রকাশ্য এনেছে সংস্থা। আর এতেই খুব খুশি হয়েছে বাইক প্রেমীরা।

দীর্ঘদিন ধরে এই ইলেকট্রিক বাইক নিয়ে চর্চা চলার পর অবশেষে Royal Enfield Himalayan মার্কেটে হাজির করলো তাদের ইলেকট্রিক বাইকের(Electric Bike) প্রোটোটাইপ। এই নতুন মডেলের বাইক ডিজাইনের ক্ষেত্রে পেট্রল মডেল হিমালয়ান ৪১১ থেকে অনেকটাই আলাদা করা হয়েছে। এই নতুন বাইকের লুক দেখে প্রেমে পড়ে যাবেন আপনি।

চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক, এই নতুন বাইকের ফিচার্স সম্পর্কে। এই বাইকে আছে গোল্ডেন আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন এবং গ্যাস চার্জ মনোশক। এছাড়া পেয়ে যাবেন ডিস্ক ব্রেক, যেটি ব্রেকিংয়ের ক্ষেত্রে দুই চাকাতেই থাকবে। এছাড়া পাওয়া যাবে ২১/১৭ ইঞ্চির স্পোক হুইল। তবে এখনো এই বাইক নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। ভারতের বাজারে এখনো ইলেকট্রিক বাইকের সংখ্যা খুব কম আছে।

তবে বর্তমানে কিছু স্টার্টআপ ইলেকট্রনিক মোটরসাইকেল বাজারে আনলেও সেভাবে জনপ্রিয়তা পায়নি। তবে বহু কোম্পানি ইতিমধ্যে ই-মোটরসাইকেল আনার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। কিন্তু বড় কোন ব্র্যান্ড এখনো পর্যন্ত এই পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করেনি। সূত্রের খবর অনুযায়ী, এই Royal Enfield  ইলেকট্রিক বাইক তৈরির জন্য বিনিয়োগ করেছে ইতিমধ্যেই ১০০০ কোটি টাকা।

তবে কোম্পানি ২০২৬ সালের মধ্যে ৬০,০০০ ইলেকট্রিক বাইক তৈরী করবে বলে জানাচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, রয়েল এনফিল্ড-এর চেন্নাইয়ে যে কর্পোরেট দফতর আছে সেখানে একটা গোটা ফ্লোর শুধুমাত্র ইলেকট্রিক বাইকের জন্য নিয়োগ করা হয়েছে। এই বাইকের অন্যতম বৈশিষ্ঠ্য হল, সবথেকে হালকা ওজনের ইলেকট্রিক বাইক তৈরি করবে রয়্যাল এনফিল্ড।

Avatar

Papiya Paul

X