Bengali Serial

Bengali Serial: বাংলা সিরিয়ালের এই সুন্দরী অভিনেত্রী দেখতে হুবহু ঐশ্বর্যের মত! চিনতে পারলেন?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের(Bengali Serial) অন্যতম জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘদিন ধরে টলিউডের(Tollywood) সঙ্গে যুক্ত রয়েছেন এই নায়িকা। বয়স বাড়লেও তার সৌন্দর্য দেখে তা বোঝার উপায় নেই। পজেটিভ এবং নেগেটিভ উভয় চরিত্রেই অসাধারণ অভিনয় গুণ দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। এখানে কথা হচ্ছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে(Rupanjana Mitra) নিয়ে।

এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। আর এবার তার সৌন্দর্যের চর্চা হল খোদ সৌরভ গাঙ্গুলীর সামনে। ‘দাদাগিরি’র স্পেশাল এপিসোডে সৌরভ গাঙ্গুলীর সামনে রূপাঞ্জনার প্রশংসায় পঞ্চমুখ হলেন তার বান্ধবী অভিনেত্রী দেবলীনা দত্ত। আর এই প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন রূপাঞ্জনা।

এদিন তিনি তার ছেলে রিয়ানকে নিয়ে দাদাগিরিতে খেলতে এসেছিলেন। আর সেখানে এসে তার অভিনয় জীবনের কেরিয়ার নিয়েও নানা কথা বলেন। আর এই মঞ্চে অভিনেত্রী বলেন যে তার মায়ের ইচ্ছাতে অভিনয়কে পেশা হিসেবে বেছেছেন রুপাঞ্জনা। আর এই দুজনের কথার মধ্যে ঢুকে পড়েন দেবলীনা দত্ত। তিনি তখন বলেন, রূপাঞ্জনা যখন টালিগঞ্জে কাজ করতে শুরু করেন। তখন তাকে ঐশ্বর্য রায়ের মতো দেখতে ছিল। তিনি নাকি টলিপাড়ার ঐশ্বর্য রাই বচ্চন ছিলেন।

আরও পড়ুন: লাবণ্য চরিত্র থেকে বিদায়! ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক ছেড়ে দিলেন রূপাঞ্জনা মিত্র

এই কথা শুনে সৌরভও হাসেন। আর নিজের প্রশংসা শুনে লজ্জা পান অভিনেত্রী। প্রসঙ্গত কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার জেরে চিকিৎসকের নির্দেশমতো বিশ্রামে ছিলেন অভিনেত্রী। ডিসেম্বর মাসে তার দ্বিতীয় বিয়ের কথা থাকলেও কোনো কারণে তা পিছিয়ে গিয়ে এই বছরও হতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রী।
Rupanjana Maitra

তার প্রেমিক তার চেয়ে বয়সে বেশ অনেকটাই ছোট। কিন্তু দুজনের সম্পর্ক বহুদিনের। গত বছর পাহাড়ে গিয়ে আংটি বদল সারেন এই তারকা যুগল। তাদের দুজনের এই বয়সের ফারাক নিয়ে টলিপাড়ায় বেশ গুঞ্জন চলে। কিন্তু সে সবকিছুকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

Avatar

Papiya Paul

X