Tollywood,Entertainment,Gossip,Music,Singer,Rupankar Bagchi,Controversy,টলিউড,বিনোদন,গসিপ,রূপঙ্কর বাগচী,বিতর্ক,গান,সঙ্গিত শিল্পী

Moumita

‘ধর্ষণের হুমকি থেকে রেহাই পায়নি আমার মৃত মা’, মায়ের জন্য আবেগঘন মন্তব্য রুপঙ্করের

বেশ কিছুদিন আগেই প্রয়াত গায়ক ‘কেকে’র মৃত্যুকে ঘিরে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রূপঙ্কর বাগচী। তার একটি মন্তব্য ‘কে এই কেকে’ তোলপাড় করে দিয়েছিলো গোটা সোশ্যাল মিডিয়া। অপমান, কটুক্তি কোনোকিছু থেকেই বাদ যাননি তিনি এবং তার পরিবার। রূপঙ্করের কথা অনুযায়ী রেহাই পাননি তার প্রয়াত ‘মা’ও।

   

ছেলে হিসেবে লজ্জিত তিনি। তার কৃতকর্মের দোষারোপ এসে পড়েছে তার প্রয়াত মায়ের উপরেও। গত বৃহস্পতিবারই রূপঙ্করের মা প্রয়াত সুমিত্রা বাগচীর জন্মবার্ষিকীতে, তাঁর স্মরণে মায়ের পছন্দের গান গেয়ে শুনিয়েছেন রূপঙ্কর। পাশাপাশি ক্ষমাও চাইলেন মায়ের কাছে।

যন্ত্রণা মাখানো কিছু কথা উৎসর্গ করেছেন মায়ের উদেশ্যে, ‘মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তা হলে তোমার বয়স হত ৭৩। ভালই হয়েছে তুমি আর নেই মা। না হলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো! কারণ তোমার ছেলের নাম রূপঙ্কর।’

এখনও কি সেই বিতর্ক থেকে বেরোতে পারেননি তিনি? মায়ের জন্মদিনেও রয়ে গেছে সেই ছায়া। সম্প্রতি এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘আমার মা দু’মাস আগে নেটমাধ্যমে সত্যিই ধর্ষণের হুমকি পেয়েছিলেন! কিছু মানুষ এই হুমকি দিয়েছিলেন। সে দিন খুব লজ্জা লেগেছিল। আমার মা খুব সাদামাঠা। তিনি নিজের চোখে এই বার্তা পড়লে প্রচণ্ড আহত হতেন। আমার কারণে এই আঘাত পেতেন। মা নেই। তাই এই অপমানের হাত থেকে রেহাই পেলেন। সেটাই আমার কাছে একই সঙ্গে যন্ত্রণা এবং স্বস্তির।’’

পাশাপাশি তিনি এও জানান যে, হতে পারে তিনি একজন তারকা কিন্তু তা সত্ত্বেও তার পরিবার মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। তার অসম্মানে সমান কষ্ট পায় তার মেয়েও। রূপঙ্করের মতে, বহু কারণেই অল্পতেই ধৈর্য্য হারিয়ে ফেলছে বর্তমান প্রজন্ম। ব্যক্তিগত সমস্যায় জর্জরিত তারা নিজেরাও। সস্তার ইন্টারনেট হাতে পেয়ে সামনে যাকে পাচ্ছে তার উপরেই নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছে তারা – সমস্যার দিন গুলোতে এভাবেই নিজেকে বুঝিয়ে এসেছেন তিনি।

পাশাপাশি তার কেরিয়ার নিয়েও প্রশ্ন তোলেন মিডিয়া। জিজ্ঞাসা করা হয় যে, এই বিতর্কের পর শ্রোতারা তাকে আগের মতোই আপন করে নিচ্ছে কি না? রূপঙ্কর জানান, ‘‘গান গাইছি। রেকর্ডিংও করছি। মঞ্চেও বেশ কয়েকটি অনুষ্ঠান করলাম। শ্রোতারা শুনতে এসেছিলেন। আবার বেশ কিছু অনুষ্ঠান উদ্যোক্তারাই বাতিল করেছেন। যদি কোনও গন্ডগোল হয়! এই ভয়ে। এই ভাবেই মিলিয়ে-মিশিয়ে চলছে।’’