রাশিয়ার করোনা ভ্যাকসিন দিয়ে দ্বিধা বিভক্ত কলকাতা, আরও পরীক্ষা দরকার, মনে করছেন কেউ কেউ

করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম ভ্যাকসিন এনে তাক লাগিয়ে দিয়েছে রাশিয়া। যদিও স্পুটনিক ৫- নিয়ে কলকাতার সবাই চোখ বন্ধ করে ভরসা করতে নারাজ। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, আরও পরীক্ষার দরকার। তারপরেই বোঝা যাবে এই প্রতিষেধক কতটা কার্যকরী। আসলে রাশিয়া ঘোষণা করে দিলেও, তাদের ভ্যাকসিন এখনও ট্রায়ালে আছে বলে জানা যাচ্ছে। স্টেজ থ্রি ট্রায়ালে থাকা এই ওষুধ নিয়ে চিন্তা প্রকাশ করেছে ‘হু’- ও।

Avatar

Koushik Dutta

X