Arijit

‘ছক্কা মারলেই ব্যাট দিয়ে পেটাবো’, মুলতানে ৩০০ করার সময় শেওয়াগকে শাসিয়েছিলেন সচিন

ওভাল টেস্টে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। 127 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে এই টেস্টে রোহিত শর্মার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হল ছক্কা মেরে নিজের প্রথম ওভারসিস টেস্ট সেঞ্চুরি পূর্ণ করা। রোহিত যখন ছক্কা মেরে নিজের টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন তখন ধারাভাষ্যকর দিচ্ছিলেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। রোহিতকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করতে দেখে শেওয়াগ ফিরে গেলেন তার পুরনো দিনে। শোনালেন এক গোপন গল্প।

   

ধারাভাষ্যকার দেওয়ার সময় ভীরু বলেন, ” 2004 সালে মুলতান টেস্টে ছক্কা মারার কারণে শচীন আমাকে ব্যাট দিয়ে পেটানোর কথা বলেছিলেন।” শচীন বলেছিলেন এরপর যদি আর ছক্কা মারার চেষ্টা করো তাহলে আমি ব্যাট দিয়ে তোমায় পেটাবো।

মুলতান টেস্টে 295 রানে ব্যাটিং করছিলেন ভীরু। সেই সময় বারবার পাকিস্তানি বোলারদের ছক্কা মেরে নিজের এবং প্রথম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে 300 রান পূর্ণ করার চেষ্টা করছিলেন। ভীরু কে বারবার ছক্কা মারার চেষ্টা করতে দেখে ননস্ট্রাকে থাকা শচীন তার দিকে এগিয়ে যান এবং বলেন এরপর যদি ছক্কা মারার চেষ্টা করো তাহলে আমি তোমায় ব্যাট দিয়ে পেটাবো। তুমি এখন 295 রানে দাঁড়িয়ে ছক্কা মারতে গিয়ে যদি আউট হও, তাহলে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে 300 রান করার সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হবে। তবে শচীনের সে কথায় কান দেননি ভীরু। পাকিস্তানি বোলার সকলিনকে ছয় মেরে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 300 রান করেছিলেন ভীরু। এতদিন পর্যন্ত এই কথা ভীরু কারুর কাছে বলেননি। তবে ওভালে রোহিত শর্মাকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করতে দেখে আবেগতাড়িত হয়ে এমন কথা বলেই ফেললেন ভীরু।