Arijit

ভারতের জয়ের পর ব্যাপক উচ্ছ্বসিত সচিন-সৌরভ, দিলেন ইংল্যান্ডকে হারানোর বার্তা

ওভালে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 191 রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারতের থেকে 99 রানে এগিয়ে যায় ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় ভারতীয় দল। তবে সেই চাপ সামলেও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। 157 রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। আর ভারতের এমন রুদ্ধশ্বাস জয় দেখে বেশ উচ্ছ্বসিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

   

এছাড়াও এভাবে বিরাট কোহলিদের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। ইতিমধ্যেই তিনি সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন।

ভারতের জয়ের পর টুইট করে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী লিখেছেন, ” দারুণ জয় ভারতের। চাপ নিয়ে খেলেও ভালো জয় তুলে নিল ভারত। এই কারণে ভারত অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে।”

এছাড়াও ভারতের জয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সচিন লিখেছেন, “দারুণ জয় ভারতের। একবার নয় বারবার ঘুরে দাঁড়িয়েছে ভারত। 3-1-এ সিরিজ জিতুক ভারত।”