Tollywood

anita

স্নিকার্স পরে বিয়ের মণ্ডপে সন্দীপ্তা! নতুন বউয়ের নতুন লুক দেখে বাহবা দিচ্ছেন দর্শকেরা

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। দীর্ঘ দিনের প্রেমিক সৌম্য মুখার্জির (Soumya Mukherjee) সাথে ৭ ডিসেম্বর বৈদিক মতে বিয়ে সেরেছেন অভিনেত্রী। তাঁদের  বিয়ের ছবি এখন রীতিমতো ভাইরাস ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিসেম্বরের ২ তারিখেই বাগদান সেরেছিলেন সন্দীপ্তা। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছিল ঘরোয়া অনুষ্ঠান।

   

আইবুড়ো ভাত থেকে শুরু করে তাঁদের বিয়ের অন্যান্য সব অনুষ্ঠানই হয়েছে খুব সাধারণ ভাবেই। এদিন দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন ভেন্যু পিসি চন্দ্র গার্ডেন্সে বসেছিল সন্দীপ্তা-সৌম্য়র বিয়ের আসর। বিয়েতে সাবেকি সাজে সেজেছিলেন নায়িকা। গোলাপি রঙের শাড়ি আর ওড়নায় সেজে ছিলেন অভিনেত্রী।

সঙ্গে ছিল সন্দীপ্তার গা ভর্তি সোনার গয়না, সোনার চুড়ি,হার,কানের দুল,আর মাথায় টিকলি পরেছিলেন নায়িকা।  বিশেষ করে সন্দীপ্তার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল তাঁর নাকের বড় নথ।তবে এদিন সন্দীপ্তার সাজে বিশেষ চমক ছিল তাঁর পায়ের সাদা এবং গোল্ডেন রঙের স্নিকার্স (Snikers)। বিয়ের সাজে শাড়ি গয়নার সাথে অভিনেত্রীকে স্নিকার্স পরতে দেখে প্রশংসার পাশাপাশি জুটেছে কটাক্ষ।

সন্দীপ্তা সেন,Sandipta Sen,সৌম্য মুখার্জী,Soumya Mukherjee,বিয়ে,Marriage,ভাইরাল ভিডিও,Viral Video,স্নিকার্স,Snikers,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তাই কেউ লিখেছেন কেউ লিখেছেন ‘যেটা আরামদায়ক মনে হয়েছে সেটা পরেছে। বেশ করেছে, মানুষের সবেতেই ছ্য়াঁকা লাগে’। কেউ লিখেছেন, ‘ওই জুতো দুটো বেশি আরাম দিচ্ছে’। কারও মতে, ‘খুব সুন্দর লাগছে’। চুপ থাকেননি নিন্দুকেরাও। তাই ট্রোল করে এক নেটিজেন লিখেছেন, ‘যতসব পাগল। শাড়ির সঙ্গে জিনস-টপ পরলে আরও ভালো হত’।

কারও মন্তব্য, ‘বিয়ের সাজে শাড়ির সঙ্গে স্পোর্টস শ্যু কে পরে’। তবে নব দম্পত্তির দুজনের কারও হাতেই এখন কোনো ছুটি নেই। জানা যাচ্ছে ১২ তারিখ থেকেই কাজে ফিরবেন দুজন। আপাতত বিয়ের শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি।