স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। লাখো দর্শকের পছন্দের তালিকায় ছিলো এই মেগা সিরিয়ালটি। বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে ধারাবাহিকের সম্প্রচারণ। এই ধারাবাহিকেই ইন্দ্রানী হালদার তথা শ্রীময়ীর ছেলের ভূমিকায় অভিনয় করেছেন ডিঙ্কা ওরফে সপ্তর্ষি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই তাকে আবারও দেখা যাবে স্টার জলসার পর্দায়। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে শেয়ার করা হয়েছে ধারাবাহিকের প্রোমো।
প্রসঙ্গত, অতি সত্বর স্টার জলসায় আসতে চলেছে সপ্তর্ষি-সোনামনির জুটি। ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে দুজনকে। খুব স্বাভাবিক ভাবেই প্রোমো দেখার পর থেকেই উৎসাহিত হয়ে পড়েছে অনুরাগীরা। প্রোমো দেখে যতটুকু বোঝা যাচ্ছে নায়ক-নায়িকা দুজনেই ডাক্তারির ছাত্র-ছাত্রী। তবে এতে রয়েছে বেশ টুইস্ট। যদিও পুরো গল্প তো ধারাবাহিক শুরু হলে তবেই বোঝা যাবে।
যাইহোক সম্প্রতি নতুন ধারাবাহিকের খুঁটিনাটি জানতে মিডিয়া হাজির হয়েছিলো সপ্তর্ষির কাছে। সোনামনির সাথে তার এটাই প্রথম কাজ। কেমন অনুভূতি হচ্ছে কাজ করতে গিয়ে। এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘‘সে তো জনপ্রিয় মুখ! আমার মতো নয়। প্রচুর ভক্ত-অনুরাগী ওর। আজকাল লোকে আমায় গুচ্ছ গুচ্ছ ট্যাগ করছে দেখি, সবাই ওর ফ্যান। মজাই লাগছে বেশ। আমি আবার নেটমাধ্যমে এত অ্যাক্টিভ নই! আমার এত ভক্তও নেই।’’
কথাপ্রসঙ্গে উঠে আসে স্ত্রী সোহিনীর কথা। তিনিও টেলিভিশনের জনপ্রিয় মুখ। বেশ কিছু প্রোগ্রামে দেখা গিয়েছে তাকে। নতুন নতুন ধারাবাহিকে নতুন নতুন নায়িকাদের সাথে জুটি বাঁধছেন সপ্তর্ষি, তাতে কি স্ত্রী হয়ে কোথাও না কোথাও একটুও জেলাস ফিল করেন সোহিনী। এই প্রশ্নেরও খোলামেলা জবাব দিলেন অভিনেতা। সপ্তর্ষির কথায়, “মেয়ে দেখলে সোহিনী আমাকে ডেকে দেখায়, কোনও ছেলেকে পছন্দ হলে সেটাও আমাকে বলে।’’ এর থেকেই স্পষ্ট যে দুজনের মধ্যেকার ভরসা, ভালোবাসা ঠিক কতখানি।