শ্রী ভট্টাচার্য, কলকাতা: ২০২৫ সালের সারেগামাপা ফাইনালের শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে, কিন্তু প্রচারের আগেই বিজয়ীর নাম ফাঁস হয়ে গেল। এর জন্য সৌম্য চক্রবর্তীকে যদিও ধন্যবাদ। ২০১৫ সালে শোয়ের প্রাক্তন বিজয়ী, সৌম্য, যিনি সেই মরশুমে দুর্নিবার সাহাকে হারিয়ে জয়লাভ করেছিলেন, শুটিংয়ের পরপরই ফেসবুকে বিজয়ীদের নাম প্রকাশ করে বিতর্কের জন্ম দিলেন।
গ্র্যান্ড ফিনালের প্রোমো প্রকাশিত
এমন পরিস্থিতিতে, চ্যানেলটি গ্র্যান্ড ফিনালে জন্য একটি প্রোমো প্রকাশ করে, যেখানে আরাত্রিকা সিনহা, অনিক জানা এবং অতনু মিশ্রকে শীর্ষ প্রতিযোগী হিসেবে দেখানো হয়েছে। চূড়ান্ত পর্বে এই তিনজন, আরও দুই প্রতিযোগীর সাথে শীর্ষ ৫-এ থাকবেন বলে জানা গিয়েছে।
পোস্ট থেকে ফিনালে সম্পর্কে কী কী জানা গিয়েছে?
ফেসবুকে শোয়ের নিখুঁত জাজমেন্টের প্রশংসা করতে গিয়ে বিপাকে পড়েন সৌম্য। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে যে এই মরশুমের ফাইনালে দুজন বিজয়ী হবেন। তিনি বিজয়ীদের নামও উল্লেখ করে দেন, কিন্তু নিউজ শর্ট এখন নাম প্রকাশ করছে না, দর্শকদের জন্য সাসপেন্স অক্ষুণ্ণ রাখাই ভালো।
তবে, সৌম্যর পোস্টটি দ্রুত ভক্তদের কাছ থেকে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন ফাইনালের চমক নষ্ট হয়ে গিয়েছে। একজন দর্শক মন্তব্য করে বলেছেন, “ফাইনালের আগে নাম প্রকাশ করা ঠিক নয়।” আরেকজন লিখেছেন, “তুমি মজা নষ্ট করে দিলে!” তীব্র প্রতিক্রিয়ার পর, সৌম্য পোস্টটি মুছে ফেলেছেন, কিন্তু যা জানার ইতিমধ্যেই জানা তো হয়েই গেল।
প্রসঙ্গত, এই বছরের সারেগামা অনন্য কারণ এতে কোনও মেন্টর নেই। পরিবর্তে, ৮ জন বিচারক পারফর্মেন্স তত্ত্বাবধান করছেন। বিচারকদের মধ্যে রয়েছেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চ্যাটার্জী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখার্জী এবং জাভেদ আলি। এই বিচারকরা ৩১ জন প্রতিযোগীর প্রাথমিক পুল থেকে ৪টি দল গঠন করেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আবির চট্টোপাধ্যায় ।
সারেগামাপার শেষ পর্বটি এখনও সম্প্রচারের তারিখের অপেক্ষায়। এমন সময় বিজয়ীদের নাম প্রকাশে অনেক ভক্তই হতাশ। তাই শেষ পর্বটি কীভাবে ঘটবে এবং দর্শকরা নাম ফাঁস হওয়া সত্ত্বেও ওই পর্ব দেখবেন কিনা, টিআরপি কত থাকবে, সবটাই দেখার।