নিউজশর্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে ক্ষুদ্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সকলেই। ১৪ ই অগাস্ট ‘রাত দখল’ কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের একটাই স্লোগান ছিল ‘জাস্টিস ফর আরজি কর’। সেই দাবিতেই রবিবার রাস্তায় প্রতিবাদে নেমেছিল গোটা টলিপাড়া। সিনেমা থেকে শুরু করে সিরিয়ালের তারকা, প্রযোজক থেকে পরিচালক, টেকনিশিয়ান সকলেই পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে।
রবিবারের প্রতিবাদ মিছিলে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে। এই প্রসঙ্গে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বিচার যত তাড়াতাড়ি মেলে ততই ভালো। কাজের জায়গায় সুরক্ষা তো মাস্ট। তাছাড়া আমাদের যা চাহিদা ছিল তার সবটাই আমরা লিখিত দিয়েছি।’
অভিনেতা আরও বলেন, ‘ভবিষ্যতে যাতে এমন ঘটে আর না ঘটে তার জন্য তো শুধু পুলিশ – প্রশাসনকে দায়ী করলে চলবে না। আমাদের পুরুষদেরও একটু লজ্জা হওয়া উচিত।’ আসলে এক মেয়ের বাবা তো! তাই লজ্জা আর ঘেন্নার বহিঃপ্রকাশটাও একটু আলাদা। অভিনেতার মেয়ে হিয়া বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী। আগামী দিনে সেও অভিনয়ের জগতেই আসতে চায় বলেই জানান বাবা শাশ্বত চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, এদিনের মিছিলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি সকলের নজর কেড়েছে। কারণ গতকালই মাকে হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষমেশ ৮৬ বছর বয়সে গড়িয়ার পৈতৃক বাড়িতেই মারা যান তিনি। মায়ের শেষকৃত্য শেষ করার পরেই প্রতিবাদ মিছিলে বিচার চাইতে ছুতে এসেছিলেন তিনি। নিজস্ব শোককে দূরে ঠেলে তিলোত্তমার জন্য বিচার চাইতে এসেছিলেন পরিচালক।
আরও পড়ুনঃ কার জন্য ভাঙছে সংসার? নতুন প্রেমের গুঞ্জনের মাঝেই যীশুর প্রেমিকার পরিচয় জানালেন নীলাঞ্জনা!
এর আগে শুক্রবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘কাবেরী অন্তর্ধান।’ যদিও কোনো আনন্দ উৎযাপন দেখা মেলেনি তার। বরং ১৪ই অগাস্ট রাত দখলের কর্মসূচিতে দেখা গিয়েছিল তাকে। এই ঘটনা আবারও প্রমাণ করে নির্যাতিতার হয়ে বিচার চাওয়ার আওয়াজ এত সহজে হারিয়ে যাওয়ার নয়।