Koushik Dutta

সফলভাবে হল ‘সৌর মিসাইলের’ পরীক্ষা, ৮০০ কিলোমিটার দুরের শত্রুও হবে ধ্বংস

আরও এক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। নিজের দেশে তৈরি এই মিসাইল ৮০০ কিলোমিটার দুর পর্যন্তও যেতে সক্ষম। অর্থাৎ ভারতের বর্ডার থেকে কোনও শত্রু ৮০০ কিলোমিটার দুরে থাকলে তাকেও উড়িয়ে দিতে পারবে ভারতীয় সেনা। এই মিসাইলের নাম ‘সৌর সারফেস টু সারফেস নিউক্লিয়ার ক্যাপাবেল ব্যালিস্টিক মিসাইল’।