পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি ভবিষ্যতের সঞ্চয়ের জন্য একটা ভালো বিনিয়োগ প্রকল্পের খোঁজ করছেন? তাহলে আপনার চিন্তা দূর করতে ধামাকা স্কিম নিয়ে হাজির হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিগত ১লা এপ্রিল থেকে শুরু হওয়া এই নতুন প্রকল্পে ৭.৮৫% পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে। তাই বিশদে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
দুর্দান্ত বিনিয়োগ প্রকল্প আনল SBI
আসলে দেশের কোটি কোটি গ্রাহকদের প্রথম পছন্দ হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই সেভিংস অ্যাকাউন্টসের পাশাপাশি ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট ছাড়াও বিভিন্ন সময় স্পেশাল সেভিংস স্কিম লঞ্চ করা হয়। আজ আপনাদের এমনই একটি প্রকল্পে সম্পর্কে জানাবো।
৩১শে মার্চ তারিখে জনপ্রিয় প্রকল্প অমৃত কলস ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে চিন্তার কিছুই নেই, কারণ ইতিমধ্যেই হাজির হয়েছে নতুন অফার, যেখানে ৭.৮৫% পর্যন্ত সুদ পাওয়া যাবে। কি প্রকল্প আর কতদিনের জন্য টাকা রাখতে হবে? সমস্ত তথ্য রইল নিচে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম | SBI Amrit Vrishti FD Scheme
নতুন এই ফিক্স ডিপোজিট স্কিমে আমজনতা থেকে শুরু করে সিনিয়ার সিটিজেন সকলেই টাকা সঞ্চয় করতে পারবেন। এক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ৭.২৫% আর সিনিয়ার সিটিজেনদের জন্য ৭.৭৫% সুদ দেওয়া হবে। এছাড়া যদি সুপার সিনিয়ার সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে ৭.৮৫% সুদ পাওয়া যাবে। এক্ষেত্রে এফডির সময় হবে ৪৪৪ দিন। তবে এই প্রকল্পে টাকা রাখতে গেলে কিছু শর্ত মেনে চলতে হবে।
অমৃত বৃষ্টি স্কিমের শর্ত
- আপনি যদি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে চান তাহলে সর্বনিম্ন ১০০০ টাকা ওসর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। যদি আগে কোনো এফডি করে থাকেন তাহলেও এই সর্বোচ্চসীমা থাকবে।
- এই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে এককালীন টাকা দিতে হবে। রেকারিং হিসাবে টাকা দেওয়া যাবে না। এছাড়া ট্যাক্স সেভিংস এর সুবিধা পাওয়া যাবে না।
- বিনিয়োগের পর সুদের টাকা মাসিক, কোয়ার্টারলি বা ছয় মাস অন্তর আপনার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন।
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার SIP করলে রিটার্ন পাবেন ১৪.৪৪ কোটি টাকা, জেনে নিন বিনিয়োগের সঠিক উপায়
কিভাবে বিনিয়োগ করবেন?
আপনিও যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে অনলাইন ও অফলাইন দুভাবেই করতে পারেন। যদি অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে YONO SBI অ্যাপ বা YONO Lite অ্যাপ ডাউনলোড করে তার ভিতর থেকে ফিক্সড ডিপোজিট অপশন থেকে করতে পারেন। এছাড়া অফলাইনে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়েও ফর্ম ফিলাপ করে করতে পারেন।