SBI

anita

SBI: কোটি কোটি গ্রাহকদের মুখে হাসি ফোটালো SBI! বড় উপহার দিয়ে চমকে দিল সব্বাইকে 

নিউজ শর্ট ডেস্ক: কষ্ট করে উপার্জনের টাকা সঞ্চয়ের জন্য সকলেই বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেই বেছে নেন। বিশেষ করে দেশের প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য ঝুঁকিহীন নিরাপদ  বিনিয়োগ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সেই সাথে দরকার হয় নিশ্চিত রিটার্ন-ও। কারণ ওই সঞ্চিত টাকার ওপরে নির্ভর করেই চলে তাঁদের  বাকি জীবন।

   

তাই এক্ষেত্রে তারা বরাবরই ঝুঁকিহীন নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এমন জায়গাতেই বিনিয়োগ করতে চান। আর এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হলো ফিক্সড ডিপোজিট (Fixed Deposi )। এদিক দিয়ে আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হলো এসবিআই (SBI) অর্থ্যাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এই ব্যাংকের গ্রাহকের জন্য এসে গেল এক দারুন সুখবর। সম্প্রতি ‘উই কেয়ার’ (We Care) ফিক্স ডিপোজিট স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়িয়েছে এসবিআই।

তাই যারা আগামী দিনে এই ব্যাংকে এফডি করার কথা ভাবছেন তাদের জন্য এটা আরও একটা সুবর্ণ সুযোগহতে চলেছে।  প্রসঙ্গত ২০২৪ সালের ৩১ শে মার্চই ছিল এই স্কীমে  বিনিয়োগের শেষ তারিখ।  যদিও বর্তমানে এসবিআই  এই সময়সীমা আরো পাঁচ মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করে দিয়েছে।  এখানে বলে রাখি ,এস বি আই-এর এই উইকেয়ার স্কিমে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে।

 

প্রবীণ নাগরিকদের,Senior Citizen,উই কেয়ার,We Care,ফিক্সড ডিপোজিট,Fixed Deposit,এসবিআই,SBI,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যদিও এই স্কিমেই  প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ দেওয়া হয়ে থাকে। জানা যাচ্ছে  এই স্কিমে ৫ থেকে ১০ বছরের মেয়াদে বিনিয়োগ করার  সুবিধা পাওয়া যায়। এছাড়া নতুন এবং পুনর্নবীকরণযোগ্য এফডিতেও এই একই হারে সুর দেওয়া হবে। প্রসঙ্গত করোনার  সময় থেকেই  দেশের প্রবীণ নাগরিকদের টাকা পয়সা নিরাপদে রাখার জন্যই এই ‘উই কেয়ার’ স্পেশাল এফডি স্কিম চালু করা হয়েছিল।

আরও পড়ুন: মুখ লোকাচ্ছে জিও! BSNL-র সবচেয়ে সস্তার প্ল্যানের সামনে টিকতে পারবে না কেউ

সাধারণত বেশিরভাগ ব্যাংকেই দেখা যায় প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে ৫০বেসিস পয়েন্ট বেশি সুদ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে এস বি আই ব্যতিক্রমী। এই ব্যাংকের তরফে প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ৫০বেসিস পয়েন্টের উপর আরো ৫০বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হয়।  অর্থাৎ এস বি আই এর এই উইকেয়ার স্কীমে  দেশের প্রবীণ নাগরিকদের মোট এক শতাংশ বেশি সুদ দেওয়া হয়ে থাকে।

SBI

প্রসঙ্গত কেউ যদি এই উইকেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৫ শতাংশ সুদের হারে তিনি মোট রিটার্ন হিসাবে পাবেন ৫,৪৯১৩ টাকা। যার মধ্যে তিনি শুধু সুদ হিসেবেই পাবেন ৪১ হাজার ৯১৩টাকা। উল্লেখ্য এসবিআই এর তরফ থেকে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের সাধারণ ফিক্সড ডিপোজিটে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। শুধু তাই নয় আয়কর আইন অনুযায়ী টিডিএস-ও  কাটা হয়।