India Post

Moumita

ফিক্সড ডিপোজিট করলেই সোনায় সোহাগা, ৭.২৫ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক!

আরো একবার ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার (Interest Percentage) বাড়ালো একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। সূত্রের খবর ২ কোটি টাকার (Money) কম পরিমাণের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ চার শতাংশ এবং সর্বোচ্চ ৬.৭৫ শতাংশ সুদ মিলবে এবার থেকে।

   

পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি পাওয়া যাবে। সূত্রের খবর, প্রবীণ নাগরিকরা এফডিতে সর্বনিম্ন ৪.৫ শতাংশ হারে সুদ পাবেন। যেখানে তাদের সর্বোচ্চ সুদের পরিমাণ হবে ৭.২৫ শতাংশ । আরো জানিয়ে রাখি, রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক SBI তে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদের এফডি করার সুবিধা রয়েছে।

সাধারণ মানুষের জন্য SBI-র ফিক্সড ডিপোজিটের সুদের হার :

৭ দিন থেকে ১৪ দিন : ৪ %।

১৫ দিন থেকে ৩০ দিন : ৪.২৫ %।

৩১ দিন থেকে ৪৫ দিন : ৪.২৫ %।

৪৬ দিন থেকে ৫৯ দিন : ৪.৫ %।

৬০ দিন থেকে ৯০ দিন : ৪.৫ %।

৯১ দিন থেকে ১৭৯ দিন : ৫ %।

১৮০ দিন থেকে ২৭০ দিন : ৫.৫ %।

২৭১ দিন থেকে ৩৬৪ দিন : ৫.৫ %।

১ বছর থেকে ২ বছরের কম : ৬.৭৫ %।

২ বছর থেকে ৩ বছরের কম : ৬.৫ %।

৩ বছর থেকে ৫ বছরের কম : ৬.২৫ %।

৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত : ৬.২৫ %।

প্রবীণ নাগরিকদের জন্য SBI-র ফিক্সড ডিপোজিটে সুদের হার

৭ দিন থেকে ১৪ দিন : ৪.৫ %।

১৫ দিন থেকে ৩০ দিন : ৪.৭৫ %।

৩১ দিন থেকে ৪৫ দিন : ৪.৭৫ %।

৪৬ দিন থেকে ৫৯ দিন : ৫ %।

৬০ দিন থেকে ৯০ দিন : ৫ %।

৯১ দিন থেকে ১৭৯ দিন : ৫.৫ %।

১৮০ দিন থেকে ২৭০ দিন : ৬ %।

২৭১ দিন থেকে ৩৬৪ দিন : ৬ %।

১ বছর থেকে ২ বছরের কম : ৭.২৫ %।

২ বছর থেকে ৩ বছরের কম : ৭ %।

৩ বছর থেকে ৫ বছরের কম : ৬.৭৫ %।

৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত : ৬.৭৫ %।

একাধিক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি : চলতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে রেপোরেট বাড়িয়েছে তাতে করে একাধিক ব্যাঙ্কে FD-র সুদের হার বাড়িয়েছে। এই তালিকায় রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পাশাপাশি একই পথে হেঁটেছে বেসরকারি ব্যাঙ্কগুলিও।