SBI Loan

SBI Loan: ৫ বছরের জন্য ১০ লাখ টাকার পার্সোনাল লোন চাই? SBI থেকে নিলে কত EMI পড়বে জানেন?

নিউজশর্ট ডেস্কঃ আর্থিক কোনো দরকার পড়লে এখন সাধারণ মানুষ পার্সোনাল লোন নেন। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে পার্সোনাল লোন দেওয়া হয়। আবার এই পার্সোনাল লোনে সুদের হারও বিভিন্ন রকমের হয়। ধরুন যদি কোনো ব্যক্তি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়(SBI Loan) পার্সোনাল লোনের জন্য আবেদন করেন। তবে সেক্ষেত্রে আবেদনকারীর ইএমআই যেন তার নেট মাসিক আয়ের ৫০ শতাংশের বেশি না হয়। বেশি হলে লোন পাওয়া না।

এই লোনের ক্ষেত্রে ইএমআই হলো ঋণ পরিশোধ করার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমান অর্থ দিতে হয়। ইএমআই-এর মধ্যেই পার্সোনাল লোনের আসল এবং সুদ দুটো জিনিসই থাকে। ঋণগ্রহীতাদের প্রত্যেক মাসে অর্থাৎ যতদিন না পর্যন্ত পুরো লোনের টাকা শোধ হচ্ছে ততদিন ইএমআই দিতে হবে।

বর্তমানে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, স্টেট ব্যাংক-এ পার্সোনাল লোনে সুদের হার ১১ শতাংশ রয়েছে। ধরুন, কোন ব্যক্তি যদি ৫ বছরের মেয়াদে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিয়ে থাকেন। তাহলে তাকে কত টাকা ইএমআই দিতে হবে? স্টেট ব্যাংকের ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, ৫ বছর মেয়াদে ১০ লক্ষ টাকার লোনে প্রত্যেক মাসে আবেদনকারীকে ২১,৭৪২ টাকা ইএমআই দিতে হবে।

Bank Loan

আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ড থেকে রান্নার গ্যাস, ১ জুন থেকে ৫ টি বড় বদল, পকেটে পড়তে চলেছে টান

তাকে সুদ দিতে হবে ৩,০৪,৫৪৫.৩৮ টাকা। আর মোট সুদ এবং আসল মিলিয়ে তাকে পরিশোধ করতে হবে ১৩,০৪,৫৪৫.৩৮ টাকা। তবে নির্দিষ্ট সময় যদি ইএমআই জমা না দেওয়া হয় তাহলে ২৫০ টাকা জরিমানা করা হয়।

SBI

এর পাশাপাশি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর ইউ/এস ১৩৮ অনুসারে ঋণগ্রহীতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে ব্যাংক। ইএমআই জমা দেওয়ার চেক যদি বাউন্স হয় তাহলেও ২৫০ টাকা জরিমানা করা হয়। তবে প্রযুক্তিগত কারণে চেক বাউন্স হয় তাহলে গ্রাহকের কোনো দোষ না থাকলে আরবিআই নির্দেশ অনুযায়ী কোন চার্জ করা হয়না।

Avatar

Papiya Paul

X