Retirement Plan

Retirement Plan: বুড়ো বয়সে প্রতি মাসে বসে বসে পাবেন ১ লাখ টাকা! এই ট্রিকস কাজে লাগালে বিরাট ফায়দা আপনার

নিউজশর্ট ডেস্ক: বার্ধক্যের সময় যাতে সুস্থভাবে জীবন কাটানো যায় তার জন্য আগে থেকেই রিটায়ারমেন্ট প্ল্যান(Retirement Plan) করা উচিত। অল্প বয়সে অর্থ রোজগারের পাশাপাশি সঠিক জায়গায় সঞ্চয় করা দরকার। যাতে বুড়ো বয়সে চিন্তা না করে সুখে শান্তিতে থাকা যায়।

তবে অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র অর্থ উপার্জন এবং ব্যয় করেন, কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারেন না। এইরকম মানুষদের জন্য SBI একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে আপনি ঘরে বসেই টাকা পেয়ে যাবেন এবং আয়ের ওপর কোন ট্যাক্স দিতে হবে না।

আসলে SBI রিভার্স মর্টগেজ স্কিম চালু করেছে, প্রবীণ নাগরিকদের জন্য একটি সঞ্চয় পদ্ধতি হিসেবে চালু হয়েছে। যারা আগে থেকে অবসর গ্রহণের জন্য অর্থ সঞ্চয় করেননি, সরকারি ব্যাংকগুলি নির্দিষ্ট বয়সের পর এমন ব্যক্তিদের বাড়িতে বসে টাকা দেবে। যেই টাকা থেকে তারা দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি চিকিৎসা খাতেও খরচ করতে পারে। 

আরও পড়ুন: Travel: ঝা চকচকে আকাশ, সঙ্গে মিলবে কাঞ্চনজঙ্ঘার দর্শন, এই পাহাড়ি লোকেশন মন জিতে নেবে আপনার

রিভার্স মর্টগেজ স্কিম কি: বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে SBI একটি দুর্দান্ত স্কিম চালু করেছে। এই স্কিমে আবাসিক সম্পত্তি অর্থাৎ বাড়ির বিনিময়ে ব্যাংক টাকা প্রদান করে থাকে। অর্থাৎ ব্যাংক আপনার সম্পত্তির পরিবর্তে আপনাকে টাকা দেবে। এখানে কোনো সুদ নেওয়া হবে না। এমনকি বন্ধকের পুরো মেয়াদে বাড়ির মালিকানা বৃদ্ধদের কাছেই থাকবে।   তাদেরকে সেই বাড়ি থেকে কোনোভাবেই উচ্ছেদ করা হবে না।

কিভাবে এই স্কিম কাজ করে জানেন?
সাধারণত ৬০ বছর বয়সের পর এই স্কিম চালু করা হয়। এটি ৬২ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য। এখানে সর্বোচ্চ বয়সসীমা নেই। বয়স্ক দম্পতিদের ক্ষেত্রে স্ত্রীর বয়স কমপক্ষে ৫৫ হতে হবে।এই লোন পেতে গেলে সম্পত্তি আবেদনকারীর নামে হওয়া উচিত এবং এতে কোন বকেয়া বা কোন লোন থাকলে চলবে না।

আরও পড়ুন: Old Note: ৫০ টাকার নোটেই হবে বাজিমাত! এই পুরোনো নোট বেচেই ইনকাম হবে লাখ টাকা, জানুন কিভাবে?

এর পাশাপাশি যে সম্পত্তির বিপরীতে ঋণ নেওয়া হচ্ছে সেটির বয়স ২০ বছরের বেশি পুরনো হলে চলবে না। আর এই সম্পত্তিতে কমপক্ষে এক বছর বসবাস করছে এমন দম্পতি হতে হবে। আর এই ঋণের পরিমাণ তিন লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই ঋণ সম্পত্তির বিপরীতে দেওয়া হয়। আপনি চাইলে প্রতিমাসে বেতন বা পেনশনের মত ব্যবহার করতে পারবেন।

Retirement

আর যদি সম্পত্তির বিপরীতে কোন লোন চালু থাকে তাহলে আবেদনকারীর জন্য এনওসি জমা দিতে হবে। তবে মনে রাখবেন বেশিরভাগ ব্যাঙ্ক বন্ধকী ঋণের জন্য ২০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নিয়ে থাকে। আর এই ঋণ শুধুমাত্র সর্বোচ্চ ১৫ বছরের জন্য পাওয়া যাবে। আপনি চাইলে যে কোন জায়গায় এই লোনের টাকা ব্যবহার করতে পারবেন।

Avatar

Papiya Paul

X