করোনা ভাইরাসে সংক্রমিত রাজ্যের মানুষ, তাই পিছিয়ে দেওয়া হোক আসন্ন নির্বাচন। বিহার সরকারের এই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন পেছোনোর জন্য করোনা কোনও শক্তিশালী কারণ হতে পারে না। বিচারপতি বেঞ্চের প্রশ্ন, ‘কী বলে আমরা নির্বাচন স্থগিত রাখতে বলব কমিশনকে?’ যদিও ভোট যে সঠিক সময়েই হচ্ছে এমনটাও কিন্তু জানায়নি কমিশন।