১০ বছরের মধ্যে বকেয়া অর্থ মেটাতে হবে টেলিকম সংস্থাগুলিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

টেলিকম সংস্থাগুলিকে সময় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। যে কোম্পানির যা বকেয়া রয়েছে তা মিটিয়ে দিতে হবে আগামী ১০ বছরের মধ্যে। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রায় দান করেছে। আদালতের মতে, বকেয়া এজিআর- এর ১০% মিটিয়ে দিতে হবে ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে। বাকিটা আগামী সময়ের মধ্যে মেটানো যাবে ধাপে ধাপে।

Avatar

Koushik Dutta

X