টেলিকম সংস্থাগুলিকে সময় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। যে কোম্পানির যা বকেয়া রয়েছে তা মিটিয়ে দিতে হবে আগামী ১০ বছরের মধ্যে। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রায় দান করেছে। আদালতের মতে, বকেয়া এজিআর- এর ১০% মিটিয়ে দিতে হবে ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে। বাকিটা আগামী সময়ের মধ্যে মেটানো যাবে ধাপে ধাপে।