শ্রী ভট্টাচার্য, কলকাতা: মুম্বইতে প্রথম ছুটেছিল এসি লোকাল ট্রেন। ব্যস্ত মানুষের কথা ভেবে একই পথে হেঁটেছিল চেন্নাই। তাহলে এবার বাংলার রাজধানী বাদ থাকবে কেন! সারা দেশকে অবাক করে বছর দুয়েক আগেই এই নিয়ে কথা উঠেছিল। আগ্রহ দেখিয়েছিল শিয়ালদহ ডিভিশন (Sealdah AC Local)। এবার তা বাস্তব হতে চলল। নিশ্চয়ই ভাবছেন এই গরমেই কি শহরতলির শাখাগুলিতে এসি লোকাল ট্রেন চলবে? চলুন জেনে নিই।
শিয়ালদার AC লোকাল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত
রেলের তরফে খবর, ট্রেনের সব কামরায় এসি থাকবে। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ১২ কামরায় ৪ অটোমেটিক দরজা থাকবে, খানিকটা মেট্রোর মতোই। এ ছাড়াও জিপিএস কন্ট্রোল দেওয়া মডার্ন প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম রাখা হবে। ১১০০ জন যাত্রীদের বসার এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। মালপত্র নিয়ে যাওয়ার জন্যও অ্যালুমিনিয়াম দিয়ে ভালো ব্যবস্থা করা হবে।
AC লোকালের ভাড়া নেওয়া হবে কত টাকা?
রেলের তরফে জানানো হয়েছে, নিত্য যাত্রীদের কথা বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত বলতে গেলে, যাত্রীদের প্রয়োজনীয়তার উপরে বেশ খানিকটা নির্ভর করবে এই ট্রেন ভাড়ার বিষয়টি। এখনও পর্যন্ত কোন রুটে ট্রেনটি চালানো হবে তাও নিশ্চিত নয়। ধীরে ধীরে সবটা ভেবেচিন্তে পরিকল্পনা মাফিক এগোবে রেল।
আরও পড়ুন: মে মাসেই চালু হচ্ছে ‘ইয়েলো লাইন’! এয়ারপোর্ট হয়ে বারাসাত ছুটবে মেট্রো? হল বড় ঘোষণা
কবে থেকে শিয়ালদা ডিভিশনে ছুটবে AC লোকাল?
শীঘ্রই এসি লোকাল ট্রেন চালাবে শিয়ালদা ডিভিশন। আপাতত ২ ট্রেন চালানো হতে পারে। ইতিমধ্যেই ট্রেনদুটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়ে গিয়েছে। ট্রায়াল চালানো হচ্ছে। এমনটাই জানা যাচ্ছে আপাতত। তবে কবে থেকে এসি লোকাল চালানো হবে, তা এখনও চূড়ান্ত করেনি পূর্ব রেলওয়ে।