শ্রী ভট্টাচার্য, কলকাতা: যাত্রীদের বসার জন্য জায়গা, শেড, জলের ব্যবস্থা সবই আছে সেই স্টেশনে। কিন্তু শুধুই যাত্রীইই নেই। সম্পূর্ণ একটি স্টেশন বলাই চলে। কিন্তু যাত্রী নেই। নিশ্চয়ই ভাবছেন কোনও ভুতুড়ে কান্ড কিনা! স্থানীয়রা বলে অন্য কথা। জানতে পড়তে থাকুন পুরো কপিটা।
নিশ্চয়ই মাতলা নদীর নাম জানেন আপনিও! কিন্তু আপনি কি জানেন যে মাতলা নামের একটি রেল স্টেশন রয়েছে শিয়ালদা ডিভিশনে? প্রকৃতি ঘেরা এই সুন্দর স্টেশনে ট্রেনও দাঁড়ায়, কিন্তু কোনও যাত্রী কিন্তু নেই। এই স্টেশনটির উপর দিয়ে শুধু স্থানীয় কিছু মানুষজন যাতায়াত করেন। এর জন্য আবার স্থানীয় মানুষকে হয়রানিও পোহাতে হয়। এখন প্রশ্ন, ঠিক ব্যাপারটা কী?
মাতলা স্টেশনটি সবেমাত্র তৈরি করা হয়েছে। শিয়ালদা-ক্যানিং শাখায় অবস্থিত এই স্টেশনটি একনজরে দেখলে নিজের চোখকেও বিশ্বাস হবে না। আপনারও চোখ জুরিয়ে যাবে বটে। স্টেশনের শুরুতেই তৈরি করা হয়েছে ওভারব্রিজ। এই স্টেশনে আশেপাশের বহু মানুষ বিকেলে আড্ডা দিতে আসেন। একটা সময় এই স্টেশনের কাছেই ছিল মাতলা নদী। সেই নদী ধীরে ধীরে সরে যায় পরে। এখন একটি ফাঁকা মাঠে অবস্থিত এই মাতলা স্টেশনটি দুই বছর আগে উদ্বোধন করা হয়। এই মাতলা স্টেশনের চারিদিকে কোনও জনবসতিও নেই। একদম সুন্দর ও শান্ত প্রকৃতির মধ্যে অবস্থিত এই স্টেশন শান্তিপ্রিয় মানুষের প্রিয় জায়গা হতে পারে।
আরও পড়ুন: থুতুর এত দাম! বিরাট আয় করল শিয়ালদা ডিভিশন, অঙ্ক জেনে চমকে যাবেন
মাতলা স্টেশন চালু হওয়া থেকে সুবিধা হয়েছে অনেকের। স্থানীয়রা যদিও বলেন যে আরও একটু বেশি যদি ট্রেন পরিষেবা পাওয়া গেলে ভালো হত। বলা হয়, স্টেশনটিতে দিনে আপডাউন মিলিয়ে মাত্র ৮ ট্রেন দাঁড়ায়। একবার গিয়ে ঘুরে দেখবেন নাকি!