১৮ লক্ষ যাত্রীর মধ্যে মাত্র ২৫ শতাংশ মহিলা! শিয়ালদায় মহিলা কামরা বৃদ্ধি নিয়ে কী জানালো রেল?

Sealdah Station News

১৮ লক্ষ যাত্রীর মধ্যে মাত্র ২৫ শতাংশ মহিলা! শিয়ালদায় মহিলা কামরা বৃদ্ধি নিয়ে কী জানালো রেল?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: এর আগে একটি ট্রেনের দুই প্রান্তে একটি করে মহিলা কামরা ছিল (Sealdah Station News)। রীতিমত সমস্যায় পড়তেন মহিলারা। অনেকদিন ধরেই মহিলা কামরা বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এবার এই বিষয়েই বড় সিদ্ধান্ত নিল রেল। জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, দুই প্রান্তের ভেন্ডারের সঙ্গে থাকা জেনারেল কামরাকে মহিলা কামরা করে দেওয়া যাবে। কিন্তু তা করা হলে, বিপাকে পড়তে পারেন পুরুষ যাত্রীরা। কারণ তাঁরা তো জেনারেল ছাড়া অন্য কামরায় উঠতে পারবেন না। নিত্যযাত্রীদের একাংশ রীতিমত রেগে গিয়েছেন তাই। এমন পরিস্থিতিতে কেন মহিলা কামরা বৃদ্ধি করা হয়েছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি দিন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যাও অনেক। প্রায় ২৫ শতাংশ মহিলা যাতায়াত করছেন। কারণ, হেনস্থার ভয়ে মহিলারা লেডিসে ভিড় থাকলেও জেনারেলের উঠতে চান না। এতে তাঁদের অসুবিধা হয়। এই মহিলাদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই এমন পরিকল্পনা।

আরও পড়ুন: পয়লা বৈশাখের আগেই সুখবর, শিয়ালদহ স্টেশনে গেলেই চমকে যাবেন যাত্রীরা, কী ব্যাপার?

জেনারেল কামরা বদলে যাবে মহিলা কামরায়!

আগে শিয়ালদহ ডিভিশনে ৯ কোচের ট্রেন চলত। প্রতিটি ট্রেনে দু’টি মহিলা কামরা থাকত। এখন ১২ কোচ চলছেম সেখানেও একই কেস। এ বার মহিলাদের জন্য বরাদ্দ কামরার সংখ্যাই বৃদ্ধি করা হচ্ছে। যদিও জেনারেল কামরার সংখ্যা কমবে না। পরবর্তী কালে ১৫ কামরার লোকাল ট্রেনও চালানো হতে পারে বলে জানিয়েছে রেল। তাতে মহিলা থেকে পুরুষ সকলের সুবিধা বাড়বে বই কমবে না।

প্রসঙ্গত, সব দিক বজায় রেখেই পদক্ষেপ করা হবে ঠিক যেমনটা রেলমন্ত্রী থাকাকালীন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভূমির মতো ট্রেনে মহিলারা অনেক স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন। কিন্তু সব লাইনে সব সময় মাতৃভূমি চালানো সম্ভব নয়। তাই মহিলা যাত্রীদের ভরসা ট্রেনের দুই মহিলা কামরা। তাই মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই শিয়ালদহ ডিভিশনে ‘লেডিজ় কামরা’ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

সঙ্গে থাকুন ➥